নিষেধাজ্ঞার কারণে পরবর্তী পরীক্ষা না দেওয়া পর্যন্ত বল করতে পারবেন না সাকিব আল হাসান। তবে বোলিংয়ে নিষিদ্ধ হওয়ার পর সাকিব যেন নিজেকে ফিরে পেয়েছেন বিধ্বংসী ব্যাটসম্যান হিসেবে। লঙ্কা টি-টেন লিগে গতকাল ২২৬ স্ট্রাইক রেটে ১৯ বলে ৪৩ রানের বিধ্বংসী ইনিংসের পর আজ আবারও দুর্দান্ত এক ইনিংস খেলেছেন।
গল মার্ভেলসের হয়ে আজ লঙ্কা টি-টেন লিগে এলিমিনেটর ম্যাচে ৩৬২ স্ট্রাইক রেটে ৮ বলে ২৯ রানের ইনিংস খেলেছেন সাকিব। ১২১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৮ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় পেয়েছে তাঁর দল।
সাকিবের ৩৬২ স্ট্রাইক রেটের ইনিংসে গল মার্ভেলস শুধু জয়ই পায়নি, কোয়ালিফায়ার টুতে জায়গা করে নিয়েছে। ক্যান্ডি বোল্টসের বিপক্ষে সাকিব যখন ক্রিজে নামেন তখন দলের প্রয়োজন ছিল ২২ বলে ৩৯ রান।
দলের এমন বাঁচা-মরার মুহূর্তে আগ্রাসী ব্যাটিংয়ে সাকিব ৮ বল হাতে রেখেই ৬ উইকেটের জয়ে গলের কোয়ালিফায়ার টু নিশ্চিত করেন। ৮ বলে ২৯ রানের সাকিবের ইনিংসটিতে ছিল ২টি চার ও ৩টি ছয়।
আজ রাতেই হাম্বানটোটা বাংলা টাইগার্সের বিপক্ষে কোয়ালিফায়ার টুতে নামবে সাকিবের গল মার্ভেলস।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।