অস্ট্রেলিয়াকে কেন বিশ্বসেরা দল বলা হয় সেটি মাঠে ও মাঠের বাইরে প্রমাণ করলো তারা। যেখানে সবাই ধরেই নিয়েছিল ফাইনালের পিচে টস জিতে ব্যাটিং নিবে সবাই, সেখানে অসি অধিনায়ক প্যাট কামিন্স টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। আর সেটিই অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ জেতাতে সহায়তা করে।
বিশ্বকাপে ম্যাচে সেরা হওয়ার পর এমনই অভিব্যক্তি প্রকাশ করলেন ১৩৭ রান করা ট্রাভিস হেড। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে তিনি বলেন, ‘এটা সঠিক সিদ্ধান্ত ছিল আমাদের বোলিং নেওয়াটা এবং যত সময় গেছে উইকেট ব্যাটিংয়ের জন্য আরো সহায়ক হয়েছে। আমি দলের জয়ে ভূমিকা রাখতে পেরে গর্বিত। এত মানুষের সামনে এমনভাবে সাহায্য করতে পারাটাও ভালো লাগায়।’
এমন দিন সহজে আসে না কোন ক্রিকেটারের জীবনে। হেডের জীবনেও এবার প্রথম এসেছে। তিনি বলেন, ‘এটা অসাধারণ একটা দিন। আমি উত্তেজিত এমন কিছুর সঙ্গী হতে পেরে। আমি কিছুটা চিন্তিত ছিলাম; কিন্তু লাবুশেন অসাধারণ খেলেছে এবং আমার উপর থেকে চাপ কমিয়েছে।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।