বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে এসেই মুদ্রার উল্টোপিঠ দেখতে হলো বাংলাদেশকে। ইংল্যান্ডের বিপক্ষে ১৩৭ রানের বড় ব্যবধানে হারতে হয়েছে সাকিববাহিনীকে।
টস জিতে বোলিং নিয়ে ইংলিশ ব্যাটারদের বিপক্ষে সুবিধা করতে পারেনি বাংলাদেশি পেসাররা। অথচ পিচে সুইং ছিল দেখেই সাকিব আল হাসান বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। পেসারদের ধূসর পারফরম্যান্সে বেজায় চটেছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে হাথুরুসিংহে বলেন, ‘আমাদের পরিকল্পনাই ছিল স্ট্যাম্পের বাইরে বল করা নয়, স্ট্যাম্পে বল করা। আমার মনে হয় পরিকল্পনা মাফিক বল না করাটাই আমাদের ডুবিয়েছে। আগের ম্যাচে স্পিনারদের কল্যাণে ম্যাচে ফিরেছিলাম। এই ম্যাচে স্পিনাররা আমাদেরকে ম্যাচে ফেরাতে পারেনি, কারণ তারা ভালো ব্যাটিং করছিল।’
টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়াকে ভুল মনে করেন না হাথুরুসিংহে। তিনি বলেন, ‘আমার মনে হয় না বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে আমরা কোন ভুল করেছি। গতকাল রাতে বৃষ্টি হয়েছে। উইকেটে পেসারদের জন্য উপযোগী ছিল। আসল কথা হলো, আমরা ভালো বল করতে পারিনি লাইন ও লেন্থ অনুযায়ী।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।