তামিম-সাকিব দ্বন্দ্ব নিয়ে সরগরম ক্রিকেটাঙ্গন। পাল্টাপাল্টি বক্তব্য আসছে। কেউ দুষছেন তামিমকে, কেউবা সাকিবকে। তবে জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট মনে করেন, মূল সমস্যা অন্য জায়গায়। পাইলটের মতে, ক্রিকেট বোর্ডে দুই-একজন ভাইরাস আছে, যারা এই নাটকগুলো বানাচ্ছে।
ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজ থেকে লাইভে খালেদ মাসুদ পাইলট গত কয়েকদিনের ঘটনা নিয়ে মুখ খুলেছেন। তিনি বলেন, ‘আমি আসলে একটু বিরক্ত। আসলেই এটা নাটক। নাটকের মতোই ঘটনা। এভাবে আসলে টিম বানানো, যে টিম ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে…গত দুই বছর ধরে এত দামি দামি কোচ, ম্যানেজম্যান্ট নিয়োগ করা হলো। তারপরও… এটা কোনো ভালো প্রিপারেশন?’
পাইলট মনে করেন, আসল নাটকটা খেলছেন বোর্ডের গুটিকয়েক মানুষ। পাইলট বলেন, ‘আমার কাছে মনে হয় হাথুরুসিংহেকে একটা সাইনবোর্ড তৈরি করে রাখা হয়েছে। কিন্তু প্রেসক্রিপশন ভেতর থেকে তৈরি করা আছে। যেটা জঘন্য প্রেসক্রিপশন। এটা টিম বাংলাদেশের জন্য ভালো না।’
‘দুই-একজন মানুষ আছে ক্রিকেট বোর্ডের ভাইরাস। তারা এই নাটকটা বানাচ্ছেন। পুরো ইন্ডিয়ান সিরিয়ালগুলোর মতো। এটা খুবই দুঃখজনক। আমাদের কাছে এটা সাধারণ মানুষ আশা করে না।’
পাইলটের দাবি, তামিম-সাকিবের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে সুবিধা ভোগ করছেন অন্য কেউ। তার কথা, ‘তামিমকে এক ধরনের পঁচানো হচ্ছে যে, সে পাঁচটা ম্যাচের বেশি খেলবে না। আবার সাকিবকে এক ধরনের পঁচানো হচ্ছে যে, সাকিব এসবের মধ্যে…আসলেই কি তাই হয়েছে? সাধারণ মানুষকে বোকা বানানো হচ্ছে এই সোশ্যাল মিডিয়ার কারণে। এখানে পজিটিভকে নেগেটিভ নেগেটিভকে পজিটিভ বানিয়ে প্লেয়ারদের ভিলেন বানানো হচ্ছে।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।