ঢাকাTuesday , 14 March 2023
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

বোনাস পাবেন ক্রিকেটাররা

Sahab Uddin
March 14, 2023 3:24 pm
Link Copied!

বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজে ৩-০ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। ঘরের মাঠে ওই সিরিজ জেতায় টাইগার ক্রিকেটাররা বোনাস পাবেন বলে ম্যাচ শেষে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

তিনি বলেছেন, ‘সব দলের বিপক্ষে আমাদের সিরিজ জেতা হয়ে গিয়েছিল। বাকি শুধু কেবল ইংল্যান্ড। সেটাও হয়ে গেল। কোন দলের বিপক্ষে প্রথমবার কিছু করলে ওরা বোনাস পাবে। এটা আমি আগেই ঘোষণা করে দিয়েছি। সুতরাং ওরাও জানে যে, ওরা বোনাস পাবে।’

কত বোনাস পাবেন এমন প্রশ্নে বিসিবি সভাপতি বলেছেন, সেটা হিসেব করে বলতে হবে। তবে দলের সকলকে বোনাস দেওয়ার পাশাপাশি পারফরম্যান্স বোনাস দেওয়া হবে বলেও জানিয়েছেন পাপন।

বিসিবি বস বলেছেন, ‘এটা একটু স্পেশাল সিরিজ জয়। বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়, আবার তাদের হোয়াইটওয়াশ করা। সেজন্য ওরা (ক্রিকেটাররা) বেশি (বোনাস) চেয়েছে। যেটা চেয়েছে সেটা ওরা পাবে। এই সিরিজে যারা পারফরম্যান্স করেছে তাদেরও বোনাস দেওয়া হবে।’

এর আগে গত বছর দক্ষিণ আফ্রিকাকে তাদের মাঠে ওয়ানডে সিরিজে হারিয়েছে বাংলাদেশ। যেটা ছিল শীর্ষ পর্যায়ের কোন দলের বিপক্ষে ঘরের মাঠে প্রথম সিরিজ জয়। সেজন্য বাংলাদেশ দলের ক্রিকেটার ও স্টাফদের তিন কোটি টাকার বোনাস ঘোষণা করা হয়েছিল। ইংল্যান্ডকে হারানোয় বোনাস বেড়ে পাঁচ কোটি টাকা হতে পারে বলে মনে করা হচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।