ঢাকাWednesday , 5 April 2023
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

বেতন পাবেন না সাকিব আল হাসান

parag arman
April 5, 2023 6:46 am
Link Copied!

আইপিএলে শুরুর আগে থেকেই শুরু হয়েছে ক্রিকেটারদের ছিটকে যাওয়ার পর্ব শুরু। শ্রেয়স আইয়ার, জসপ্রীত বুমরা, মুকেশ চৌধুরির মত ক্রিকেটাররা চোটের জন্য আগেই ছিটকে গেছেন। প্রথম ম্যাচ খেলার পর ইনজুরির কারণে বাদ পড়েছেন কেন উইলিয়ামসন। রিস টপলেরও ছিটকে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। অন্যদিকে জাতীয় দলের সূচি থাকায় সাকিব আল হাসান নিজেকে সরিয়ে নিয়েছেন আইপিএল থেকে। এখন প্রশ্ন উঠছে চোট পেয়ে ছিটকে যাওয়া কিংবা নিলামের পরেও সরে যাওয়া ক্রিকেটাররা ফ্র‌্যাঞ্চাইজির কাছ থেকে বেতন পাবেন কিনা।

আইপিএলের নিয়ম অনুযায়ী প্রতিযোগিতা থেকে দাঁড়ালে ফ্র‌্যাঞ্চাইজিগুলিকে সংশ্লিষ্ট ক্রিকেটারের বেতন দিতে হবে না। ফ্র‌্যাঞ্চাইজিগুলি কেবলমাত্র তখনই ক্রিকেটারদের বেতন দিতে বাধ্য থাকবে, যখন ক্রিকেটাররা কয়েকটা ম্যাচে মাঠে নামবে। তবে প্রতিযোগিতা চলাকালে কোনও ক্রিকেটার চোট পেলে তাঁর চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে ফ্র্যাঞ্চাইজিকে। আর চোটের জন্য সেই ক্রিকেটার যদি বাতিল হয়ে যান, তাহলে তাঁর সম্পূর্ণ বেতনও দিতে হবে।

যদি কোনও ক্রিকেটার প্রতিযোগিতা চলাকালে জাতীয় দলের দায়িত্ব পালনের জন্য চলে যান, তাহলে তিনি যে কটা ম্যাচ খেলেছেন সেই ম্যাচ অনুসারে বেতন পাবেন। এই নিয়ম দেরিতে যোগদানকারী ক্রিকেটারদের ক্ষেত্রেও প্রযোজ্য। আর যদি কোনও ক্রিকেটার গোটা প্রতিযোগিতায় খেলার জন্য থাকেন, কিন্তু একটা ম্যাচেও সুযোগ না পান তাহলে সেই ক্রিকেটারও পুরো বেতন পাবেন।

এখন প্রশ্ন হল সাকিব আল হাসান, কেন উইলিয়ামসন কিংবা রিস টপলেরা কি পুরো বেতন পাবেন কিনা। সাকিব আল হাসান নিজেই আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন। ফলে তিনি কলকাতা নাইট রাইডার্স থেকে বেতন পাবেন না। আগের ম্যাচে রিস টপলে কাঁধে চোট পেয়েছেন। তিনি যদি চোটের জন্য আইপিএলের বাকি ম্যাচগুলিতে খেলতে না পারেন, তাহলে পুরো বেতনই পাবেন। তার সঙ্গে ১.‌৯ কোটি টাকার চুক্তি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের।

অন্যদিকে, উদ্বোধনী ম্যাচেই গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের তারকা ক্রিকেটার কেন উইলিয়ামসন গুরুতর চোট পেয়েছিলেন। একটা ছক্কা বাঁচাতে গিয়ে তিনি ডান হাঁটুতে আঘাত পান। হাঁটুর চোট স্ক্যান করার পরে জানা গেছে যে, আইপিএলের বাকি ম্যাচগুলিতে তিনি আর খেলতে পারবেন না। তাঁর পরিবর্তে শ্রীলঙ্কার অলরাউন্ডার দাসুন শনকাকে দলে নিয়েছে গুজরাট টাইটান্স। উইলিয়ামসন বাকি প্রতিযোগিতা খেলতে না পারলেও তাঁর চিকিৎসার ভার বহন করবে দল। পাশাপাশি তাঁর সঙ্গে ২ কোটি টাকার যে চুক্তি হয়েছিল, পুরো বেতনও পাবেন উইলিয়ামসন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।