ঢাকাWednesday , 28 August 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

বৃহস্পতিবার বিসিবির বোর্ড সভা

Sahab Uddin
August 28, 2024 12:30 pm
Link Copied!

বৃহস্পতিবার ক্রিকেট বোর্ডের সভা। নতুন স্ট্যান্ডিং কমিটির রূপরেখা সাজাবে বিসিবি। ওয়ানডে বিশ্বকাপ ব্যর্থতায় অনুসন্ধান কমিটির প্রতিবেদন জনসম্মুখে আসা উচিত বলে জানিয়েছেন পরিচালক আকরাম খান।
একাডেমি মাঠে এবাদতের ফেরার লড়াই। ভারত সিরিজে এ পেসারকে দেখা যাবে কিনা এ নিয়ে অনিশ্চয়তা। তারপরও নিয়ম মেনে অনুশীলনে ইনজুরি আক্রান্ত এবাদত। টেস্ট থেকে দূরে থাকা মোস্তাফিজ সাদা বলে অনুশীলন করে যাচ্ছেন নিয়মিত।

বোর্ডেও ব্যস্ততা নতুন সভাপতি দায়িত্ব নেয়ার পর। পাকিস্তানের মাটিতে টেস্ট জয় থমথমে পরিস্থিতি কিছুটা হলেও শান্ত করেছে। পড়ন্ত বিকেলে বোর্ডে হাজির সভাপতি ফারুক আহমেদ। স্ট্যান্ডিং কমিটির রূপরেখা নিয়ে পরিচালকদের মধ্যে আলোচনা চলমান। গুঞ্জন বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রধান হতে যাচ্ছেন ফাহিম সিনহা। ক্রিকেট অপারেশন্স আর গেইম ডেভেলপমেন্টের পদ পাচ্ছেন নতুন পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। বৃহস্পতিবার ক্রিকেট বোর্ডের পরবর্তী সভা। সেদিন সিদ্ধান্ত আসবে সাকিবকে নিয়েও। জোরালো গুঞ্জন দোষি সাব্যস্ত না হওয়া পর্যন্ত থাকছেন সাকিব।

ক্রিকেট বোর্ড পরিচালক আকরাম খান বলেন, আমার জানামতে এখন পর্যন্ত আইনি কোনো কিছু পাইনি। এটা পেলে হয়ত আমরা সবাই বসে সিদ্ধান্ত নেব।

মিরপুরে ফিরেছেন আলোচিত কিউরেটর গামিনি ডি সিলভা। যার ব্যাপারে কঠোর সিদ্ধান্তের ইঙ্গিত দিয়েছেন ফারুক আহমেদ। তবে ঢাকা ফিরে পুরনো রূপে গামিনি। নেমেছিলেন উইকেট পর্যবেক্ষণে।
এদিকে নয় মাস কেটে গেলেও আলোর মুখ দেখেনি ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ব্যর্থতার কারণ অনুসন্ধান কমিটির প্রতিবেদন। যেখানে উঠে এসেছে বোর্ডের দুই কর্তার নাম। বিদায়ী নাজমুল হাসানের নেতৃত্বাধীন কমিটি যা আড়াল করলেও তা জনসম্মুখে আসা উচিত বলে মত আকরাম খানের।

আকরাম খান বলেন, দু’য়েকজনের নামে অভিযোগ ছিল। সেগুলো আমরা রিপোর্টে দিয়েছি। আমি মনে করি যেহেতু আমরা পারফরম্যান্স ভালো করতে পারেনি সেহেতু এটা জনসম্মুখে আসলে ভালো।

মাঠের বাইরের নানা ইস্যুর পাশে পাকিস্তানে টেস্ট সিরিজ জয়ের আশার কথাও শুনিয়েছেন আকরাম খান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।