ঢাকাSunday , 19 March 2023
  1. অলিম্পিক এসোসিয়েশন
  2. অ্যাথলেটিক
  3. আইপিএল
  4. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  5. আন্তর্জাতিক
  6. আরচারি
  7. এশিয়া কাপ
  8. এশিয়ান গেমস
  9. এসএ গেমস
  10. কমন ওয়েলথ গেমস
  11. কাবাডি
  12. কুস্তি
  13. ক্রিকেট
  14. টি-টোয়েন্টি বিশ্বকাপ
  15. টেনিস

বৃষ্টি বাঁচিয়ে দিল মোহামেডানকে!

Sahab Uddin
March 19, 2023 11:47 am
Link Copied!

মোহামেডান কি তবে বেঁচে গেল? আগের ম্যাচে গাজী গ্রুপের রান পাহড়ের নিচে (৩৪৯ রানের জবাবে ১২৭ রানে হার) চাপা পড়ার পর আজ রোববার শেরে বাংলায় বৃষ্টি ভেজা ম্যাচে রুপগঞ্জ টাইগার্স-এর কাছেও হারের উপক্রম হয়েছিল সাদা কালোদের।

মুমিনুল হক ৪১ বলে ৭৪, ভারতীয় রিক্রুট আমানদিপ খাড়ে (৩৬ বলে ৬৩) আর শামীম পাটোয়ারীর ব্যাটিং তাণ্ডবে (২১ বলে ৩৭) মুখে মোহামেডানের বিপক্ষে বৃষ্টির কারণে ২১ ওভারের কর্তিত ম্যাচে ২২২ রানের বিশাল স্কোর গড়েছিল রুপগঞ্জ টাইগার্স। মোহোমেডানের একজন বোলারও টি-টোয়েন্টি আদলের ম্যাচে হালে পানি পাননি। তিন পেসারের মধ্যে খালেদ ৪ ওভারে ২৯ (২ উইকেট), রুয়েল মিয়া ৫ ওভারে (৪০ রানে ১ উইকেট), মুশফিক হাসান (৩ ওভারে ০/৪২) ১২ ওভারে দিয়েছেন ১১১ রান।

এছাড়া দুই জেন্টাল মিডিয়াম সৌম্য সরকার (৩ ওভারে ১/২৭) ও আরিফুলের (১ ওভারে ০/১৯) ৪ ওভারে উঠেছে ৪৬ রান। দুই স্পিনার শুভাগত হোম (২ ওভারে ০/২৮) এবং ভারতীয় অনুষ্টুপ মজুমদার (৩ ওভারে ০/৩৪) ৫ ওভারে দিয়েছেন ৬২।

কিন্তু শেষ পর্যন্ত মোহামেডানের আর ব্যাটিং শুরু করা হয়নি। বেলা পৌনে ৪টার দিকে আবার বৃষ্টি শুরু হলে আম্পায়াররা ম্যাচ বাতিলের ঘোষণা দেন। এতে করে নিয়ম অনুযায়ী ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত বলে পরিগণিত হবে এবং দুই দল সমান ১ পয়েন্ট করে পাবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।