শেষ পর্যন্ত জয়ী হলো বৃষ্টিই। ইংল্যান্ড এবং স্কটল্যান্ডের মধ্যকার ম্যাচটিতে আর ফল বের করা গেলো না। বৃষ্টিতে পরিত্যক্ত হওয়া ম্যাচে সমান এক পয়েন্ট করে পেলো দুই দল।
বৃষ্টির কারণে ম্যাচ শুরু হতেই বিলম্ব হয়েছিল। ব্রিজটাউনের কেনসিংটন ওভালে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় স্কটল্যান্ড। তারা ৬.২ ওভারে বিনা উইকেটে ৫১ রান তোলার পর ফের নামে বৃষ্টি।
দীর্ঘ সময় খেলা বন্ধ থাকে। পুনরায় খেলা শুরু হলে ১০ ওভারের ম্যাচ করা হয়। এই ১০ ওভারে বিনা উইকেটেই ৯০ রান তোলে স্কটিশরা। জর্জ মুনসে ৩১ বলে ৪ বাউন্ডারি আর ২ ছক্কায় ৪১ আর মাইকেল জোনস ৩০ বলে ৪৫ করেন সমান বাউন্ডারি আর ছক্কায়।
ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ইংল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়িয়েছিল ১০ ওভারে ১০৯ রানের। তবে বৃষ্টির কারণে আর খেলা শুরু করা সম্ভব হয়নি। অপেক্ষার পর আম্পায়াররা পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।