মাঠে খেলছিল অ্যাজাক্স স্পোর্টিং ক্লাব ও দিলকুশা স্পোর্টিং ক্লাব। এ ম্যাচে পাখির চোখ করে রেখেছিল সাধারণ বীমা এসসি। ১২ পয়েন্ট নিয়ে প্রথম পর্ব শেষ করেছিল বীমা। অ্যাজাক্স হারলেই সুপার সিক্স নিশ্চিত হবে বীমার।
কিন্তু মঙ্গলবার মওলানা ভাসানী স্টেডিয়ামে দিলকুশা স্পোর্টিং ক্লাববে ৬-৪ গোলে হারিয়েছে অ্যাজাক্স উঠে যায় সুপার সিক্সে। তাতে স্বপ্ন ভেঙেছে সাধারণ বীমার। মেহেদী হাসান এবং ভারতের সিলহেইবা লিশামের হ্যাটট্রিকে ম্যাচটি জিতে নেয় অ্যাজাক্স।
দিনের দ্বিতীয় ও শেষ ম্যাচে মাঠে নামে শিরোপা প্রত্যাশী ঊষা ক্রীড়া চক্র। যাদের প্রতিপক্ষ ছিল ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। মাহবুব হোসেনের হ্যাটট্রিকে ম্যাচটি ৭-১ গোলের ব্যবধানে জিতেছে ঊষা। ভিক্টোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে লিগের প্রথম পর্বের ইতি টানলো ঊষা। পয়েন্ট টেবিলের আরেক তলানির দল ভিক্টোরিয়ার বিপক্ষে প্রত্যাশিত জয় তুলে ১০ খেলায় ঊষার সংগ্রহ ২৫ পয়েন্ট।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।