বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এখন পরিবর্তনের হাওয়া চলছে। রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই বিসিবি থেকে গা ঢাকা দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ বেশ কিছু পরিচালক।
এর মধ্যে সবশেষ বোর্ড সভায় জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক করা হয় ফারুক আহমেদকে। পরে তিনি হন বিসিবি সভাপতিও। এছাড়া এনএসসি থেকেই আহমেদ সাজ্জাদুল আলম ববির জায়গায় নেওয়া হয় নাজমুল আবেদীন ফাহিমকে।
ওই দিনের বোর্ড সভার পর বৃহস্পতিবার আরও একবার সভা হয়েছে। এই সভার পর ৭ জন বোর্ড পরিচালক তাদের পদ হারিয়েছেন। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী টানা তিনটি বোর্ড সভায় না থাকলে সদস্য পদ হারাবেন পরিচালক। এনায়েত হোসেন সিরাজ, তানভীর আহমেদ টিটু, আনোয়ারুল ইসলাম, গাজী গোলাম মর্তুজা, মনজুর কাদের, নাজিব আহমেদ শেষ দুটি বোর্ড সভায় অংশ নেননি। তারা ছিলেন না পাপনের নেতৃত্বাধীন বোর্ডের শেষ সভাতেও। এজন্য তাদের পরিচালক পদ থাকছে না।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।