বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের বহুল আলোচিত নির্বাচন শেষে ২৫জন পরিচালক চূড়ান্ত হয়েছে। ৩ ক্যাটাগরি থেকে ২৩ জন পরিচালক নির্বাচিত হওয়ার পাশাপাশি জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে ২ জন পরিচালক মনোনীত হয়েছেন।
সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে নবনির্বাচিত পরিচালকদের নাম ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপর বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমিনুল ইসলাম বুলবুল সভাপতি এবং ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন সহসভাপতি নির্বাচিত হয়েছেন।
একনজরে কোন পরিচালক কত ভোট পেয়ে নির্বাচিত হলেন :
ক্যাটাগরি – ১ (জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা) :
ঢাকা বিভাগ- (১৭টি, প্রদান করা হয়েছে ১৫টি)
আমিনুল ইসলাম (১৫ ভোট), নাজমুল আবেদীন (১৫ ভোট)
চট্টগ্রাম বিভাগ- (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)
আহসান ইকবাল চৌধুরী, আসিফ আকবর (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)
খুলনা বিভাগ- (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)
আব্দুর রাজ্জাক, জুলফিকার আলী খান
রাজশাহী বিভাগ- (৯ ভোট, প্রদান করা হয়েছে ৭টি)
মুহাম্মদ মুখলেসুর রহমান (৭ ভোট)
রংপুর বিভাগ- (মোট ভোট ৯টি, প্রদান করা হয়েছে ৮টি)
হাসানুজ্জামান (৭ ভোট)
সিলেট বিভাগ- (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)
রাহাত শামস
বরিশাল বিভাগ- (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)
শাখাওয়াত হোসেন
ক্যাটাগরি – ২ (ক্লাব ক্রিকেট) (মোট ভোট ৭৬টি, প্রদান করা হয়েছে ৪২টি)
ইশতিয়াক সাদেক (৪২ ভোট), আদনান রহমান দীপন (৪০ বোট) , ফায়াজুর রহমান (৪০ ভোট), আবুল বাশার (৪০ ভোট), আমজাদ হোসেন (৪১ ভোট), শানিয়ান তানিম (৪২ ভোট), মোখছেদুল কামাল (৪১ ভোট), এম নাজমুল ইসলাম (৩৭ ভোট), ফারুক আহমেদ (৪২ ভোট), মনজুর আলম (৩৯ ভোট), মেহরাব আলম চৌধুরী (৪১ ভোট), ইফতেখার রহমান মিঠু (৩৪ ভোট)।
ক্যাটাগরি – ৩ (সাবেক ক্রিকেটার-অধিনায়ক, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন সংস্থা) (মোট ভোট ৪৫টি, প্রদান করা হয়েছে ৪৩টি, বাতিল ১টি)
খালেদ মাসুদ পাইলট (৩৫ ভোট)
জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়ন
এম ইসফাক হোসেন ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।

