বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিভিন্ন পদে দীর্ঘদিন দায়িত্ব পালন করার পর অবশেষে পদত্যাগ করেছেন পরিচালক জালাল ইউনুস। তিনি সভাপতি নাজমুল হাসান পাপনের বোর্ডে ক্রিকেট অপারেশন্স বিভাগের প্রধান ছিলেন।
জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) এর মনোনয়নে জালাল ইউনুস পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছিলেন। সোমবার (১৯ আগস্ট) সেই পদ থেকে সরে দাঁড়ান তিনি।
নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন এনএসসির কাছে। এ ছাড়া আরেক পরিচালক সাজ্জাদুল আলম ববিকেও পদত্যাগ করতে বলা হয়েছিল ক্রীড়া পরিষদের পক্ষ থেকে। তবে এখন পর্যন্ত সরে দাঁড়াননি তিনি।
জালাল ইউনুস দীর্ঘদিন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে কাজ করেছিলেন। এরপর ২০২১ সালে ক্রিকেট অপারেশন্সের প্রধান হিসেবে আকরাম খান পদত্যাগ করলে জালাল ইউনুসকে সেই পদে নিয়ে আসেন নাজমুল হাসান পাপন। এরপর থেকে গত ৪ বছর ধরে বিসিবির এই পদে ছিলেন জালাল।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।