আর মাত্র ১০ দিন বাদেই ভারতে বসছে ওয়ানডে বিশ্বকাপ। টুর্নামেন্টে অংশ নিতে আগামীকাল দেশ ছাড়ার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। অথচ এখন পর্যন্ত বিশ্বকাপের দলই ঘোষণা করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জানা গেছে, বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের মাঝেই বিশ্বকাপের দল ঘোষণা করবে বিসিবি।
এর মধ্যে গুঞ্জন, দল ঘোষণার আগে সাকিব আল হাসান ও তামিম ইকবালের দ্বন্দ্ব ভোগাচ্ছে বিসিবিকে। যেই ‘দ্বন্দ্ব’ মেটাতে এখন বিসিবিতে মাশরাফি। মূলত, সাকিব-তামিম দ্বন্দ্ব নিরসন করতেই বিসিবির মিটিংয়ে ডাকা হয়েছে মাশরাফি বিন মর্তুজাকে। যেখানে স্বয়ং বিসিবি সভাপতি নাজমুল হাসানের সঙ্গে বৈঠক করবেন সাবেক এই অধিনায়ক।
কোমরের চোট পরিচর্যা করে নিউজিল্যান্ড সিরিজেই ফিরেছেন তামিম। দ্বিতীয় ম্যাচে খেলেছেন ৪৪ রানের এক ঝলমলে ইনিংস। বিশ্বকাপ দলে অনুমিত ভাবেই থাকার কথা দেশসেরা এই ওপেনারের। তবে এই চোটে বেশ বেকায়দায় পড়তে হচ্ছে তামিমকে। যে কারণে বিশ্বকাপে তিনি পুরোপুরি খেলতে পারবেন কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ-সংশয় দেখা দিয়েছে।
নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলার পরই সংবাদ সম্মেলনে এসে তামিম জানিয়েছিলেন, তিনি এখনও পুরোপুরি ফিট নন। ঝুঁকি এড়াতে খেলছেন না শেষ ওয়ানডে ম্যাচে। বিসিবি সূত্রের খবর, তামিম নাকি নির্বাচকদের জানিয়েছেন, যদি তাকে বিশ্বকাপ দলে নেওয়া হয়, তাহলে এটা (শতভাগ ফিট নন) মেনে নিয়েই নিতে হবে। দলে থাকলে তিনি তার সর্বোচ্চটা দিয়েই খেলার চেষ্টা করবেন। তার কোমরের সমস্যার কথা গুরুত্ব সহকারে সামনে এনেছেন।
তবে এমন ‘আনফিট’ ক্রিকেটারকে বিশ্বকাপের মত বড় আসরে বয়ে বেড়াতে চাচ্ছেন না কোচ ও অধিনায়ক। বিসিবি সূত্রের খবর, তামিমের এমন শর্তে রাজি নয় অধিনায়ক সাকিব আল হাসান। কাল রাতে বিসিবি সভাপতি নাজমুল হাসানের বাসায় হওয়া এক সভায় অধিনায়ক সাকিব আল হাসান এবং কোচ চন্ডিকা হাথুরুসিংহে বোর্ড সভাপতিকে জানিয়েছেন, বিশ্বকাপের মতো বড় আসরে তারা কোনো ‘আনফিট’ বা ‘অর্ধেক ফিট’ ক্রিকেটারকে দলে চান না। এমনকি তিনি যদি হন তামিম ইকবালের মতো অভিজ্ঞ কেউও।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।