ঢাকাMonday , 1 July 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিসিবির বোর্ড সভায় ঠিক হবে হাথুরুসিংহের ভবিষ্যৎ!

Sahab Uddin
July 1, 2024 10:24 pm
Link Copied!

চার মাস পর ক্রিকেট বোর্ডের সভা বসছে মঙ্গলবার (০২ জুলাই)। নিয়মিত সব এজেন্ডা থাকলেও বাংলাদেশ দলের বিশ্বকাপ পারফরম্যান্স নিয়েই হবে মূল আলোচনা। হেড কোচ, অধিনায়ক, সিনিয়র ক্রিকেটারদের ভবিষ্যৎ প্রসঙ্গ উঠতে পারে সভায়।
যুক্তরাষ্ট্র সিরিজ ও বিশ্বকাপে প্রায় দেড়মাস কেটে গেছে। জাতীয় দলের ক্রিকেটারদের ছাড়া নিষ্প্রাণ হোম অব ক্রিকেট; কর্তাদের আনাগোনাও থাকে কম। প্রায় চার মাস পর বসছে বোর্ড সভা। এর মধ্যে এক পরিচালককে হারিয়েছে বিসিবি। মারা গেছেন বরিশাল বিভাগ থেকে নির্বাচিত আলমগীর খান আলো। তার শূণ্যস্থান পূরণের ব্যাপারে হতে পারে আলোচনা।

শেখ হাসিনা স্টেডিয়াম, অর্থ অনুমোদনের মত নিয়মিত এজেন্ডা থাকছে। তবে এবার মূল আলোচনায় থাকবে বিশ্বকাপ পারফরম্যান্স। প্রাথমিক লক্ষ্যপূরণের দাবি করলেও হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে, অধিনায়ক নাজমুল শান্তসহ ক্রিকেটারদের নিবেদন নিয়ে প্রশ্ন উঠতে পারে সভায়।

বিশ্বকাপ পারফরম্যান্স নিয়ে পরিচালকদের কেউ কেউ কথা বললেও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেননি সভাপতি নাজমুল হাসান। বোর্ড সভা শেষে জানা যাবে তার বক্তব্যও।

ডিসেম্বরে বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সফর। ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়নস ট্রফি। এর মাঝেই করতে হবে বিপিএল। ইতোমধ্যে পরিকল্পনা সাজিয়েছে ক্রিকেট বোর্ড। কোচিং স্টাফদের মধ্যে যাদের চুক্তির মেয়াদ শেষ। তাদের ব্যাপারেও সিদ্ধান্ত আসতে পারে বোর্ড সভা থেকে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।