ঢাকাTuesday , 2 July 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিসিবির বোর্ড মিটিং শুরু

Sahab Uddin
July 2, 2024 6:57 pm
Link Copied!

বিশ্বকাপ ব্যর্থতা শেষে ঘরে ফিরেছে টাইগাররা, রয়েছে বিশ্রামে। ক্রিকেটাররা অবসর সময় কাটালেও ব্যস্ততা শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের। বিসিবি কার্যনির্বাহী কমিটির সভা আজ।
মঙ্গলবার (২ জুলাই) মিরপুরে বিকেল ৩টায় শুরু হয়েছে এই সভা। এবারের বোর্ড মিটিংয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। মূল এজেন্ডা দুইটি। টি-টোয়েন্টি বিশ্বকাপের পারফরম্যান্স মূল্যায়ন ও প্রস্তাবিত শেখ হাসিনা স্টেডিয়াম নির্মাণের অগ্রগতি।

এর বাইরে আলোচনা হতে পারে জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের ভবিষ্যত নিয়েও। এছাড়া অন্যান কোচদের চুক্তি নবায়ন, গেম ডেভেলপমেন্ট আর ফ্যাসিলিটি বিভাগের আপডেট নিয়ে। বরিশাল বিভাগ থেকে মনোনীত পরিচালক আলোমগীর হোসেন আলোর মৃত্যুতে শূন্য হওয়া পদ নিয়েও হবে আলোচনা। এজেন্ডায় না থাকলেও সভায় বিশেষ গুরুত্ব পেতে পারে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন।

উল্লেখ্য, ৩ থেকে ২০ অক্টোবর ঢাকা আর সিলেটে হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এজেন্ডায় না থাকলেও সভায় গুরুত্ব পাবে উদ্বোধনসহ বিভিন্ন পরিকল্পনা। আলোচনা হবে বরিশালের শূন্য হওয়া পরিচালকের পদ নিয়েও।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।