ঢাকাSaturday , 21 June 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিসিবির আইন উপদেষ্টা হলেন ব্যারিস্টার শাইখ মাহাদী

BDKL DESK
June 21, 2025 3:42 pm
Link Copied!

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বোর্ড পরিচালনায় পেশাদার পরামর্শ নিশ্চিত করতে প্রেসিডেন্টস অ্যাডভাইজরি কমিটি গঠন করেছেন। এই কমিটিতে আইন উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছেন ব্যারিস্টার শাইখ মাহাদী।
গত বৃহস্পতিবার (১৯ জুন) বিসিবির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন বোর্ড সভাপতি। পরবর্তীতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি বিষয়টি নিশ্চিত করে।

ব্যারিস্টার শাইখ মাহাদী একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী। বর্তমানে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করছেন। একইসঙ্গে তিনি মানবাধিকার, মানবিক আইন, আন্তর্জাতিক অপরাধ আইন, ফৌজদারি এবং সংবিধানিক আইন বিষয়ে একজন বিশেষজ্ঞ হিসেবে সুপরিচিত।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়, কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডন এবং বিপিপি ইউনিভার্সিটি, যুক্তরাজ্য থেকে আইনের ওপর উচ্চতর ডিগ্রি এবং পেশাগত প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

বর্তমানে তিনি সোচ্চার-টর্চার ওয়াচডগ বাংলাদেশ-এর আইনি বিষয়ক পরিচালক হিসেবে কাজ করছেন এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সরব ভূমিকা রেখে চলেছেন। পাশাপাশি তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে খণ্ডকালীন শিক্ষকতা করছেন এবং Denning Law Institute-এর সহ-প্রতিষ্ঠাতা হিসেবেও যুক্ত রয়েছেন।

বোর্ড সংশ্লিষ্টদের আশা, নতুন প্রেসিডেন্টস অ্যাডভাইজরি কমিটির মাধ্যমে বিসিবির প্রশাসনিক ও নীতিনির্ধারণী কার্যক্রমে পেশাদারিত্ব ও জবাবদিহিতা আরও জোরদার হবে। বিশেষ করে আইন উপদেষ্টা হিসেবে ব্যারিস্টার মাহাদীর যোগদান বোর্ডের চুক্তি, নীতিমালা এবং যেকোনো আইনি জটিলতা মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।