অবশেষে বিশ্বকাপে জয়খরা ঘোচালো বাংলাদেশ। টানা ছয় ম্যাচ পরাজয়ের পর বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচে এসে দ্বিতীয় জয় পেলো বাংলাদেশ। ম্যাচে ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম করে ম্যাচ সেরা হয়েছেন সাকিব।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে সাকিব বলেন, ‘তাদের দুই গুরুত্বপূর্ণ ব্যাটার সামারাবিক্রমা ও মেন্ডিসের উইকেট পেয়ে খুশি আমি। পিচে বোলারদের জন্য তেমন কিছু ছিল না। আমরা ভালো বোলিং করেছিলাম। বিশেষ করে স্পিনাররা। বোলিংই আজ আমাদের ম্যাচ জিতিয়েছে।’
দলে পেসারদের নিষ্ক্রিয়তায় হতাশ সাকিব। তিনি বলেন, ‘বিশ্বকাপের আগে পেস বোলাররা ভালো বোলিং করেছিল। আমরা আমাদের আশা অনুযায়ী খেলতে পারিনি, তবে জানতাম আমরা ফিরে আসতে পারবো।’
ছোট মাঠ বাংলাদেশের ব্যাটারদের অনেকটাই সাহায্য করেছে বলে মনে করেন সাকিব। তার মতে, ‘ছোট বাউন্ডারি আমাদের অনেক সাহায্য করেছে। তাদের বোলারদের পেস ছিল অনেক, আমি শুধু ব্যাটেই বল লাগিয়ে বাউন্ডারি পেয়েছি।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।