দুঃসময় যেন পিছু ছাড়ছে না শ্রীলঙ্কার। মাঝারিমানের দল নিয়ে বিশ্বকাপে এলেও প্রথম দুই ম্যাচে দুর্দান্ত লড়াই করে হেরেছে তারা। এবার তাদের অধিনায়ক দাসুন শানাকারই বিশ্বকাপ শেষ হয়ে গেল ইনজুরিতে পড়ে। আইসিসি তাদের নিজস্ব ওয়েবসাইট শানাকার বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে।
পাকিস্তানের বিপক্ষে ম্যাচে উরুর ইনজুরিতে পড়েন শানাকা। পরে কয়েকবার স্ক্যান করা হলে ইনজুরিটি বেশ গুরুতর ধরা পড়ে। কমপক্ষে ৩ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। তার অবর্তমানে বিশ্বকাপে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দিবেন সহ-অধিনায়ক কুশল মেন্ডিস।
শানাকার বদলে দলে সুযোগ পেয়েছেন অলরাউন্ডার চামিকা কারুনারত্নে। আইসিসির টেকনিক্যাল কমিটি তার দলে অন্তর্ভুক্তি নিশ্চিত করে। লঙ্কান দলের রিজার্ভ সদস্য হিসেবে ভারতেই অবস্থান করছেন তিনি। জাতীয় দলের হয়ে সব রকম প্রতিযোগিতায় ৬০টি ম্যাচে অংশ নিয়েছেন চামিকা।
লখনৌতে শ্রীলঙ্কার পরবর্তী ম্যাচে সোমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।