মাত্র দুই ম্যাচ খেলেই বিশ্বকাপের স্বপ্নযাত্রার ইতি ঘটাতে হলো মাথিসা পাথিরানার। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হাতের ইনজুরিতে পড়েন পাথিরানা।
তাকে ছাড়া দুটি ম্যাচ খেলে একটিতে জয় পায় শ্রীলঙ্কা; কিন্তু পরবর্তী ম্যাচে নামার আগেই দুঃসংবাদটা পেল শ্রীলঙ্কা। বিশ্বকাপের পরবর্তী ম্যাচগুলোতে আর খেলতে পারবেন না এই পেস বোলার।
খুব দ্রুতই তার বিকল্প খেলোয়াড়ের নাম ঘোষণা করবে লঙ্কান ক্রিকেট বোর্ড। এর আগে ইনজুরিতে বিশ্বকাপ শেষ হয়ে যায় অধিনায়ক দাসুন শানাকার। তারপরেই রিজার্ভ খেলোয়াড় হিসেবে এঞ্জেলো ম্যাথিউজ ও দুশমন্তে চামিরাকে স্কোয়াডে যুক্ত করা হয়।
বিশ্বকাপে মাত্র ২ ম্যাচ খেলে খুব বাজে বোলিং উপহার দিয়েছেন ‘বেবি মালিঙ্গা’ খ্যাত পাথিরানা। শ্রীলঙ্কার বিপক্ষে দিয়েছেন ৯৫ রান ও পাকিস্তানের বিপক্ষে দিয়েছেন ৯০ রান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।