ঢাকাSaturday , 30 September 2023
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিশ্বকাপ বাছাইয়ের বাংলাদেশ দলে চমক

Sahab Uddin
September 30, 2023 1:01 am
Link Copied!

ওয়ানডে বিশ্বকাপ খেলতে বর্তমানে ভারতে অবস্থান করছে বাংলাদেশের বিশ্বকাপ দল। ক্রিকেটের এই মহাযজ্ঞের মধ্যেই হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফ ম্যাচ। আগামী ১২ অক্টোবর মালদ্বীপের মালেতে প্রথম লেগ ও ১৭ অক্টোবর ঢাকার কিংস অ্যারেনায় অনুষ্ঠিত হবে দুই লেগের বাংলাদেশ-মালদ্বীপের হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ।

এই দুই ম্যাচের জন্য আজ জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ১৫ জনের নাম প্রকাশ করেছেন। ২ অক্টোবর বসুন্ধরা কিংসের এএফসি কাপের ম্যাচ রয়েছে। সেই ম্যাচের পর কিংসের ফুটবলারদের নাম প্রকাশ করবেন জাতীয় দলের কোচ।

লাল-সবুজ দলের আংশিক প্রাথমিক দলের ১৫ জনের মধ্যে তিন জনই নতুন। ডাক পাওয়া নতুন তিন জন খেলোয়াড় হলেন শেখ জামাল ক্লাবের শাকিল হোসেন, আজমপুরের জায়েদ আহমেদ ও আরমান ফয়সাল আকাশ। এছাড়া ফিরেছেন সাজ্জাদ হোসেন।

বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফে বাংলাদেশ জিততে ব্যর্থ হলে মূল বাছাই খেলতে পারবে না। ২০১৮ সাল থেকে বিশ্বকাপ ও এশিয়া কাপ বাছাই একসঙ্গে হচ্ছে। মালদ্বীপকে পরাজিত করতে ব্যর্থ হলে আগামী দেড় বছর ফিফা ফ্রেন্ডলি ছাড়া তেমন খেলার সুযোগ পাবে না বাংলাদেশ।

বাংলাদেশের ১৫ জনের আংশিক দল

গোলরক্ষক: মিতুল মারমা, পাপ্পু হোসেন

ডিফেন্ডার: ইসা ফয়সাল, শাকিল হোসেন, হাসান মুরাদ, আলমগীর মোল্লা, রহমত মিয়া

মিডফিল্ডার: হৃদয়, জায়েদ আহমেদ,রবিউল হাসান, দীপক রয়, ফয়সাল আহমেদ ফাহিম, সুমন রেজা, সাজ্জাদ হোসেন ও আরমান ফয়সাল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।