প্রায় দুই বছর পর চোট কাটিয়ে জিম্বাবুয়ে সিরিজের মধ্য দিয়ে জাতীয় দলে ফিরেন মোহাম্মদ সাইফউদ্দিন। সিরিজে দারুণ বোলিং করে ৪ ম্যাচে ৮ উইকেট শিকার করেন। জিম্বাবুয়ে সিরিজে অসাধারণ বোলিং করে বিশ্বকাপ দলে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে জায়গা পাওয়ার সম্ভাবনা তৈরি করেছিলেন সাইফউদ্দিন। শেষ পর্যন্ত তাকে ছাড়াই গতকাল বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সাইফউদ্দিনের বাদ পড়া নিয়ে প্রশ্ন সবার মাঝে। প্রশ্নের উত্তরও ধাপে ধাপে দিয়েছেন নির্বাচক কিংবা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এরই মাঝে বিশ্বকাপ দল থেকে বাদ পড়ার পর সাইফউদ্দিন প্রথম বার্তা জানালে সতীর্থদের ভালোবাসা জানিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে, বাংলাদেশের বিশ্বকাপ দলে সুযোগ পাওয়াদের শুভকামনা জানিয়েছেন এই পেসার।
নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে বিশ্বকাপ স্কোয়াডের একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘শুভকামনা’।
সাইফউদ্দিনকে না নেওয়ার প্রসঙ্গে হাথুরুসিংহে বলেন, ‘আসলে আমরা সাকিব-সাইফউদ্দিন দুজনকেই সুযোগ দিয়েছি। তবে সাইফউদ্দিনের তুলনায় কিন্তু সাকিব জোরো বল করতে পারে, যেটি কাজে লাগবে আমাদের। চাপের মুহুর্তে সাকিব যেভাবে বোলিং করেছেন, তা আমাকে মুগ্ধ করেছে। সে অনেকদিন ধরেই দলের সঙ্গে আছে। সেই বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে।’
এদিকে গতকাল বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘দুটো রাস্তা ছিল আমাদের সামনে– প্রথমত দলে থাকা ফিট ক্রিকেটারদের মধ্যে থেকে নির্বাচন, দ্বিতীয়ত বাকিদেরও পরখ করে দেখা। আমরা চোট থেকে ফেরা সাইফউদ্দিনের পারফরম্যান্স দেখতে চেয়েছিলাম, তার ওপর অবশ্যই আমাদের আস্থা ছিল। তবে এই (জিম্বাবুয়ে) সিরিজে আমাদের আস্থার জায়গায় কিছুটা এগিয়ে তানজিম সাকিব। সে কারণে সাইফউদ্দিনকে রাখা হয়নি।’
বিসিবির প্রধান নির্বাচক আরও বলেন, ‘সাকিবকে আমরা শ্রীলঙ্কা সিরিজেও দেখেছি। তার একাগ্রতা ও আগ্রাসন খুব ভালো। তার সঙ্গে সাইফউদ্দিনের প্রতিযোগিতা চলছিল। সে জায়গায় সাকিব উৎরে গেছে। হাসান মাহমুদকেও আমরা ক্যারি করতে হচ্ছে, তবে আশা করি তাকে খেলানো লাগবে না।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।