যে ট্রফি এখন চ্যাম্পিয়ন দলের হাতে ওঠে শুরু থেকে কী এই একটিই ট্রফি? না সময়ের সঙ্গে এসেছে পরিবর্তন। বর্তমান ট্রফিটা চালু হয়েছে ১৯৯৯ সাল থেকে। এটিই এখন স্থায়ী। তবে প্রথম তিন আসরে ছিল অভিন্ন ট্রফি। এরপর তিন আসরে চ্যাম্পিয়ন দল পেয়েছে তিন ভিন্ন স্মারক। জেনে নেব বিশ্বকাপ ট্রফির বিবর্তন।
সোনালি-রূপালি এই ট্রফির জন্য কত আয়োজন। ভারত জুড়ে এবার ১০ ভেন্যুতে ১০ দেশের আসরে হবে ৪৮ ম্যাচ! শুধু এই ট্রফি পাবার জন্য। যা বিশ্বকাপের স্মারক, মর্যাদা আর আধিপত্যের প্রতীক। যার জন্য চার বছর বিরতিতে ক্রিকেট বিশ্ব মেতে ওঠে বর্ণিল উৎসবে।
সময়ের সঙ্গে ট্রফির ডিজাইন বদলেছে বিশ্বকাপের দল সংখ্যায় এসেছে পরিবর্তন। কিন্তু এর মর্যাদা কিংবা প্রাপ্তির আকাঙ্ক্ষা এতটুকু কমেনি!
১৯৭৫ সালে প্রথম আসরে বিশ্বকাপের নাম ছিল প্রুডেনশিয়াল কাপ। ৮৩ পর্যন্ত টানা তিন আসর একই নামে হয়েছে ট্রফির ডিজাইনও ছিল অভিন্ন। প্রথম দুটি ওয়েস্ট ইন্ডিজ আর তৃতীয়টি জিতেছিল ভারত।
১৯৮৭ সালে টাইটেল স্পন্সরের পরিবর্তনে আসরের নাম হয় রিলায়েন্স ওয়ার্ল্ড কাপ ট্রফিও বদলে যায়। অস্ট্রেলিয়া তাদের প্রথম বিশ্বকাপ জিতে বুঝে নেয় নতুন ডিজাইনের ট্রফি।
পরের আসরেও বদলেছে পৃষ্ঠপোষক, বদলেছে ট্রফি। ১৯৯২ সালে সেটি পাকিস্তানের প্রথম শিরোপা। ১৯৯৬-এ আবার পরিবর্তন। সেবার শেষবারের মতো টাইটেল স্পন্সরের নাম ব্যবহার হয়। এশিয়ার আরেক দেশ শ্রীলঙ্কা জিতে নেয় সেই ট্রফি। ১৯৯৯ সাল থেকে বড় আর স্থায়ী পরিবর্তন। আসরের নামের সঙ্গে নেই টাইটেল স্পন্সর, ব্যবহার শুরু নির্দিষ্ট ট্রফির।
স্ট্যাম্প-বেলের আদলে তিন স্বর্ণালী কলামের ওপর বৃহৎ আকারের রূপালী বল, তার ওপরে বিশ্ব মানচিত্র আঁকা। ৬০ সেন্টিমিটার উচ্চতা আর ১১ কেজি ওজন পুরো ট্রফির। নিচের অংশে লেখা থাকে চ্যাম্পিয়ন দলের নাম।
আসল ট্রফি সংক্ষিত থাকে দুবাইয়ে আইসিসির প্রধান কার্যালয়ে। তবে কী চ্যাম্পিয়নদের প্রাপ্তি উৎসবেই শেষ? না, রেপ্লিকা পায় প্রতিটি আসরের সেরা দল।
এখন পর্যন্ত যা চারবার জিতেছে অস্ট্রেলিয়া, একবার ভারত, সবশেষ ইংল্যান্ড। এবার ভারতে নতুন কোনো দেশ কি এর ছোঁয়া পাবে, না-কি পুরোনো শোকেসেই আবার যাবে বিশ্বসেরার স্মারক? অপেক্ষা ১৯ নভেম্বর পর্যন্ত।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।