প্রতিটি বড় ইভেন্টের শুরুতে আর্কষণের কেন্দ্রবিন্দুতে থাকে উদ্বোধনী অনুষ্ঠান। অলিম্পিক কিংবা ফুটবল বিশ্বকাপের মতোই ব্যতিক্রম নয় ক্রিকেট বিশ্বকাপও। ২০১১ সালে উপমহাদেশের তিনটি দেশে আয়োজিত হয়েছিল বিশ্বকাপ। ১২ বছর আগে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল বাংলাদেশে। এবার ভারত এককভাবেই বিশ্বকাপ আয়োজন করছে।
৫ অক্টোবর ইংল্যান্ড-নিউজিল্যান্ড ব্লকবাস্টার ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বক্রিকেটের মহারণ। তার আগের দিন অর্থাৎ ৪ অক্টোবর ঝাঁ চকচকে ওপেনিং সেরিমনির (Opening Ceremony) আয়োজন রাখছে বোর্ড। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হবে এই অনুষ্ঠান। এর পাশাপাশি ক্যাপ্টেনস ডে-র আয়োজন করছে বোর্ড। ১০ দলের অধিনায়করা ৪ অক্টোবর মোদী স্টেডিয়ামে একত্রিত হবেন। রোহিত শর্মা, বাবর আজম, জস বাটলার, সাকিব আল হাসান ও প্যাট কামিন্সদের নিয়ে ক্যাপ্টেন্স ডে পালিত হবে। এরপর শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান।
আইসিসি ও বিসিসিআইয়ের কাছ থেকে এ ব্যাপারে এখনও আনুষ্ঠানিকভাবে ওপেনিং সেরিমনির ঘোষণা করা হয়নি। তবে গণমাধ্যমের খবর অনুযায়ী, দেশের জনপ্রিয় গায়ক, গায়িকা এবং বলিউডের অভিনেত্রীদের পারফরম্যান্সে ঝলমলে হয়ে উঠবে উদ্বোধনী অনুষ্ঠান। থাকতে পারেন আন্তর্জাতিক স্তরের জনপ্রিয় তারকারাও।
বিশ্বকাপের উদ্বোধনী বিভিন্ন পরিবেশনায় থাকবেন বেশ কয়েকজন বলিউড অভিনেতা–অভিনেত্রী ও গায়ক–গায়িকা। এর মধ্যে গান পরিবেশনে থাকবেন কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোসলে, গায়ক ও সংগীত পরিচালক শঙ্কর মহাদেভান, কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল ও অরিজিত সিং। নাচের পরিবেশনায় দেখা যাবে রণবীর সিং ও তামান্না ভাটিয়াকে। রণবীর বিশ্বকাপের অফিশিয়াল থিম সংয়েও অংশ নিয়েছিলেন। নাচ–গানের পাশাপাশি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে তুলে ধরা হবে ভারতের ইতিহাস–ঐতিহ্য ও ক্রিকেট উন্মাদনা।
২০২৩ সালের আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান মাতিয়ে দিয়েছিলেন অরিজিৎ সিং, তামান্না ভাটিয়ারা। বিশ্বকাপের ওপেনিং সেরিমনি তার থেকেও বড় হবে এটা আশা করাই যায়। মোদী স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে লাইট শো, আতসবাজির প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান শুরু হবে বাংলাদেশ সময় সময় সন্ধ্যা সাডে ৭টা থেকে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।