ঢাকাMonday , 9 October 2023
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিশ্বকাপে ১০ দলের প্রথম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে কে কোথায়

Sahab Uddin
October 9, 2023 12:59 pm
Link Copied!

বিশ্বকাপকে ঘিরে এখন পর্যন্ত তুমুল উত্তেজনা দেখা না গেলেও এরই মধ্যে অংশগ্রহণকারী ১০ দলের একটি করে ম্যাচ শেষ হয়েছে। যেখানে পাঁচটি দলের জয়ের বিপরিতে হেরেছ পাঁচটি দল। এখন পর্যন্ত অপ্রত্যাশিত কোনো ফলাফল না এলেও পয়েন্ট টেবিল কিছুটা হলেও চমকের আভাস দিয়ে রেখেছে।

টুর্নামেন্টের রাউন্ড রবিন লিগ পর্বের প্রথম রাউন্ডের ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের তলানিতে আছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। এর ঠিক ওপরেই আছে ১৯৯৬ এর বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। দুই দলেরই রানরেট ঋণাত্মক দুইয়ের ঘরে।

শিরোপার দৌঁড়ে এগিয়ে যেতে হলে পরের ম্যাচে শুধু জয় না, বড় ব্যবধানের জয় প্রত্যাশা করবে দুই দল। যদিও কাজটা সহজ নয় কারোর জন্য। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের প্রতিপক্ষ ফুরফুরে মেজাজে থাকা বাংলাদেশ। আর শ্রীলঙ্কার প্রতিপক্ষ শক্তিশালী পাকিস্তান।

দুইটি ম্যাচই মঙ্গলবার (১০ অক্টোবর) অনুষ্ঠিত হবে। বাংলাদেশ-ইংল্যান্ডের ম্যাচটি ধর্মশালায় আগামীকাল বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। এছাড়া পাকিস্তান-শ্রীলঙ্কার ম্যাচটি একইদিন দুপুর আড়াইটায় হায়দ্রাবাদে অনুষ্ঠিত হবে।

প্রথম রাউন্ডে জয় পাওয়া পাঁচ দলের মধ্যে পয়েন্ট টেবিলে বাংলাদেশের অবস্থান চতুর্থ। নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটের জয় দুই পয়েন্টের পাশাপাশি বাংলাদেশকে নিট রানরেটেও শক্ত ভিত দিয়েছে। টাইগারদের বর্তমান নিট রানরেট ১.৪৩৮। ইংল্যান্ডের বিপক্ষে জয় তাদের অবস্থানকে আরও বেশি শক্ত করবে।

বিশ্বকাপের আয়োজক ভারত বাংলাদেশের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ভারত। অজিদের বিপক্ষে জয় পেলেও নিট রানরেটে (০.৮৮৩) বাংলাদেশ থেকে কিছুটা পিছিয়েই আছে তারা। বাংলাদেশ যদি পরের ম্যাচ জেতে তবে এই রানরেটই হতে পারে ভারতের মাথাব্যাথার কারণ।

প্রথম রাউন্ড শেষে পয়েন্ট টেবিলে শীর্ষে আছে নিউজিল্যান্ড। তাদের নেট রানরেট ২.১৪৯। আর নেদারল্যান্ডসের বিপক্ষে বড় জয়ে এই ব্যবধান আরও খানিকটা বাড়িয়ে নেওয়ার চেষ্টায় আছে কিউইরা। দুইয়ে আছে দক্ষিণ আফ্রিকা। তাদের রানরেট ২.০৪০। প্রোটিয়াদের পরের ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে। তিনে রয়েছে পাকিস্তান। নেদারল্যান্ডের বিপক্ষে জয়ে তাদের নেট রানরেট ১.৬২।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।