বিশ্বকাপে রান দেওয়ার ক্ষেত্রে হাতেম তাইর পর্যায়ে চলে গেছেন পাকিস্তানি পেসার হারিস রউফ। ব্যাটাররা যেন তার বল পেলেই কিছুটা স্বাচ্ছন্দ্য বোধ করেন। মূলত তার বলের পেসকে কাজে লাগিয়েই ব্যাটাররা রান তুলছে। এবারের বিশ্বকাপে তিনি বোলিংয়ের মাধ্যমে রান দেওয়ার ক্ষেত্রে ছাড়িয়ে গেছেন সবাইকে।
২০২৩ বিশ্বকাপে হারিস রউফ নয় ম্যাচে দিয়েছেন ৫৩৩ রান। যা এক বিশ্বকাপে কোন বোলারের সর্বোচ্চ রান দেওয়ার রেকর্ড। এই রেকর্ডটি এর আগে দখল করেছিলেন ইংলিশ স্পিনার আদিল রশিদ। তিনি ২০১৯ বিশ্বকাপে দিয়েছিলেন ৫২৬ রান।
বছর বয়সী এই পেসার এবারের বিশ্বকাপে পেয়েছেন মোট ১৬টি উইকেট। কিন্তু রান দেওয়ার ক্ষেত্রে তিনি ছিলেন উদার। ইংলিশদের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচে তিনি ৬৪ রান দিয়ে তিন উইকেট পেয়েছেন। ৩০
তবে ব্যাটার হিসেবেও একটা মাইলফলক স্পর্শ করেছেন হারিস রউফ। ওয়ানডেতে এগারো নম্বরে ব্যাট করতে নেমে ৩টি ছক্কা হাঁকিয়েছেন রউফ। যা দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে মোহাম্মদ আমির ইংল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ ৪টি ছক্কা মেরেছিলেন ১১ নম্বরে ব্যাট করতে নেমে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।