ইনজুরির কারণে বিশ্বকাপ দলে থাকা নিয়েই শঙ্কা ছিল তাসকিন আহমেদের। তবে সেই শঙ্কা মাথায় রেখেই বিশ্বকাপের ১৫ সদস্যের দলে রাখা হয়েছে তাসকিনকে। বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজে নিশ্চিতভাবেই খেলা হচ্ছে না তার। তবে টিম ম্যানেজমেন্টের আশা, বিশ্বকাপের আগেই সুস্থ হয়ে উঠবেন তাসকিন। তবে আপাতত একটা সুখবর তাকে দিয়েছে বিসিবি।
যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের জন্য ঘোষিত স্কোয়াডে সহঅধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে তাসকিন আহমেদকে। ইনজুরির কারণে ঠিক কবে থেকে খেলতে পারবেন তিনি, তা নিশ্চিত না হলেও শান্তর ডেপুটি হিসেবে তাকেই বেছে নিয়েছে টিম ম্যানেজমেন্ট। সাম্প্রতিক সময়ে দারুণ বোলিংয়ের কারণেই এই পুরস্কার পেলেন তাসকিন।
দীর্ঘদিন থেকেই টি-টোয়েন্টি দলের সহঅধিনায়কের পদটা ফাঁকা পড়ে ছিল। অবশেষে তাসকিনের কাঁধেই দায়িত্ব সঁপে দিল বিসিবি।
গতকালই বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণার কথা থাকলেও মূলত তাসকিনের ইনজুরি নিয়ে অনিশ্চয়তার কারণেই তা একদিন পিছিয়ে দেয়া হয়। অবশেষে আজ মঙ্গলবার (১৪ মে) দুপুরে দল ঘোষণা করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। আগামী ১৫ মে রাতে বিশ্বকাপের দল উড়াল দেয়ার কথা। দলের সঙ্গে গেলেও যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ খেলবেন না তাসকিন। এ সময় বিশ্রামে থাকবেন তিনি।
ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠতে কমপক্ষে দুই থেকে তিন সপ্তাহের জন্য বিশ্রামে থাকতে হবে তাসকিনকে। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে। সে ম্যাচের আগে ২৪ দিন সময় আছে বাংলাদেশের হাতে। এখন দেখার বিষয় তার আগেই তাসকিন সেরে উঠতে পারেন কি-না।
স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী (উইকেটকিপার), রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, তানভীর ইসলাম, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং তানজিম হাসান সাকিব।
ট্রাভেলিং রিজার্ভ: হাসান মাহমুদ এবং আফিফ হোসেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।