ঢাকাSunday , 23 June 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিশ্বকাপে বাংলাদেশের পারফর্ম্যান্স ‘খুব একটা খারাপ নয়’, বললেন সাকিব

BDKL DESK
June 23, 2024 9:41 pm
Link Copied!

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে ২০০৭ সালে খেলেছিল বাংলাদেশ। লাল-সবুজের দল এরপর সংক্ষিপ্ত ফরম্যাটের এ টুর্নামেন্টের সবগুলো আসরেই খেলেছে। তবে এবারই প্রথম গ্রুপ পর্বের তিনটি ম্যাচ জিতে সুপার এইটে জায়গা করে নিয়েছে টাইগাররা। এভাবে বিবেচনা করলে এবারের আসরে বাংলাদেশের পাফর্ম্যান্স ভালো বলেই ধরে নেয়া যায়। তবে দীর্ঘদিন ধরে এ ফরম্যাটে খেলা একটি দলের জন্য এটিই সাফল্য কি না তা নিয়ে বিতর্ক হতেই পারে।

এবারের আসরে বাংলাদেশ গ্রুপ পর্বে চার ম্যাচের তিনটিতে জিতেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে জিতলেও হেরেছে দক্ষিণ আফ্রিকার কাছে, এরপর নেপাল এবং নেদারল্যান্ডসের বিপক্ষে জিতে শেষ আটে ওঠেছে টাইগাররা। এরপর সুপার এইটে অস্ট্রেলিয়া এবং ভারতের কাছে হারল লাল-সবুজের দল।

সব মিলিয়ে এবারের আসরে ছয়টি ম্যাচ খেলে সমান তিনটি করে ম্যাচে জয় পেয়েছে এবং পরাজিত হয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টে টাইগারদের এমন পারফর্ম্যান্সকে খারাপ নয় বলেই জানিয়েছেন সাকিব আল হাসান।

ভারতের কাছে হারের পর সংবাদ সম্মেলনে এবারের আসরে দলের পারফর্ম্যান্স নিয়ে তিনি বলেন, ‘যদি ফলের দিক থেকে বলেন, তবে আমি বলব আমরা মোটামুটি একটা অবস্থানে আছি। আমরা ৩টা জিতেছি, ৩টা হেরেছি। ৫০ শতাংশ (সাফল্য)। সেদিক থেকে খুব একটা খারাপ নয়। তবে আমরা যেভাবে দক্ষিণ আফ্রিকার সঙ্গে লড়াই করেছি, এই দুইটা (সুপার এইট) ম্যাচের একটাতে যদি সেভাবে লড়াই করতে পারতাম, তখন বিশ্বকাপটা আমাদের জন্য সফল একটা টুর্নামেন্ট হতো। সে জায়গায় আক্ষেপ আছে।’

টুর্নামেন্টজুড়ে বাংলাদেশের ব্যাটিং পারফর্ম্যান্স ছিল হতাশাজনক এবং এর কারণ ব্যাটারদের আত্মবিশ্বাসের অভাব এমন কথাই বলেছেন সাকিব। তিনি বলেন, ‘ব্যাটিংটা আসলেই হতাশাজনক। এটার একটা বড় কারণ হতে পারে ব্যাটসম্যানদের আত্মবিশ্বাসের অভাব। বিশেষ করে এই মাঠে যে দুইটা ম্যাচ খেলেছি, সেখানে ১৭৫–১৮৫ হচ্ছে মোটামুটি স্কোর। সেটার নিচে হলে আসলে কঠিন। সে জায়গা থেকে আমরা অনেক পিছিয়ে ছিলাম।’

সাকিব আরও বলেন, ‘আগের দিন ১৪০ করার পর আজকে ১৪৮ করছি। কিন্তু আগের দিনের পর আজকে আমাদের আরও ভালো অবস্থায় থাকা উচিত ছিল। কারণ, আমরা জানতাম, কোন টার্গেটে ব্যাটিং করছি। আমার মনে হয় আমরা প্রথম থেকেই ওই অবস্থাতে যাইনি, যেখানে আমরা মানুষকে বোঝাতে পারব যে চেষ্টা করছি। এই জায়গাটা আমার কাছে দুঃখজনক।’

এবারের আসরে অবশ্য বোলাররা বেশ ভালো পারফর্মই করেছে। তবে এ বিভাগে এখনো তাসকিন আহমেদ-মোস্তাফিজুর রহমানদের উন্নতি করার জায়গা আছে জানিয়ে সাকিব বলেন, ‘বোলিংয়ের ব্যাপারটা হচ্ছে, আমরা যখন উইকেটের একটু সুবিধা পাই, তখন আমাদের দল অনেক ভালো বোলিং করে। ফ্ল্যাট উইকেটে আমাদের এখনো অনেক উন্নতির জায়গা আছে। যেহেতু এবারের উইকেটগুলো বোলারদের জন্য একটু মানানসই ছিল, আমরা অসাধারণ বল করেছি। বোলারদের অবশ্যই কৃতিত্ব দিতে হবে। যেভাবে তারা বল করেছে, সেটা কেড়ে নেওয়ার সুযোগ নেই।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।