আগামী ১ জুন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। ২০ দলের এই আসরে ইতোমধ্যেই ১৭টি দল স্কোয়াড ঘোষণা করেছে। কয়েক দিনের মধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবারের আসরের দল ঘোষণা করবে। কিন্তু এর মধ্যেই ইনজুরিতে পড়েছেন পেসার তাসকিন আহমেদ।
সাইড স্ট্রেনের চোটে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে খেলা হয়নি তাসকিন আহমেদের। এদিকে রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বললেন, এই চোটের কারণে আগামী তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে বাংলাদেশের এই গতি তারকাকে।
তবে তিনি এও আশ্বস্ত করেছেন যে, বিশ্বকাপে তাসকিনকে দলে পেতে তারা প্রয়োজনে যুক্তরাষ্ট্রের চিকিৎসকের শরণাপ্ন হবেন। মিরপুর শের-ই-বাংলায় বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচ শেষে বিসিবি প্রধান বলেন, ‘আজকেই আমরা খোঁজ নিয়েছি ওর একটা ইনজুরি আছে। এখন আমাদের কালকে রিপোর্টটা সকালে দেখার পর আমাদের দেখতে হবে কতদিন লাগতে পারে।’
তিনিও আরও বলেন, ‘ধরেন স্বাভাবিকভাবেই দুই থেকে তিন সপ্তাহ হয়ত বিরতি দেবে। এটাকে ত্বরান্বিত করার সুযোগ আছে কি না। বিশেষ করে দরকার হলে আমরা ইউএস এ ডাক্তারের সঙ্গে কথা বলব। এখনই যোগাযোগ করব। আর যদি দেখা যায় যে না আসলেই দেরি হবে, তাহলে তো আমাদের অন্য সিদ্ধান্ত নিতে হবে।’
বিশ্বকাপের আগে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের টি-টোয়েন্টি খেলতে ১৫ মে দেশ ছাড়বে টিম বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর মাঠে গড়াবে ১ জুন। তবে বাংলাদেশ তাদের মিশন শুরু করবে ৮ জুন, ডালাসে, শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।