ঢাকাWednesday , 5 July 2023
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিশ্বকাপে খেলার আশা বাঁচিয়ে রাখলো স্কটল্যান্ড

parag arman
July 5, 2023 12:41 am
Link Copied!

আগামী ওয়ানডে বিশ্বকাপে খেলার স্বপ্নভঙ্গ হলো জিম্বাবুয়ের। আজ সুপার সিক্সে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে স্কটল্যান্ডের কাছে ৩১ রানে হেরেছে স্বাগতিক জিম্বাবুয়ে। এই হারে বিশ^কাপে খেলার যোগ্যতা অর্জর্নে ব্যর্থ হলো জিম্বাবুয়ে। অন্য দিকে বিশ্বকাপে খেলার আশা বাঁচিয়ে রাখলো স্কটল্যান্ড।

গ্রুপ পর্ব ও সুপার সিক্স মিলিয়ে ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে উঠলো স্কটল্যান্ড। ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে জিম্বাবুয়ে। স্কটল্যান্ডের রান রেট ০.২৯৬ ও জিম্বাবুয়ের -০.০৯৯। ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে স্কটল্যান্ডের সাথে বিশ্বকাপের দৌঁড়ে আছে নেদারল্যান্ডসও। তাদের রান রেট -০.০৪২।

সুপার সিক্সে নিজেদের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে জিতলেই বিশ্বকাপের টিকিট পাবে স্কটিশরা। আর কম ব্যবধানে হারলেও রান রেটে এগিয়ে থাকার সুবিধায় বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড। যদি নেদারল্যান্ডস বড় ব্যবধানে জিতে, তাহলে দশম ও শেষ দল হিসেবে বিশ্বকাপে খেলবে ডাচরা।

৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে নবম দল হিসেবে আগেই বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে শ্রীলংকা। এখন দশম ও শেষ দলের জন্য অপেক্ষা। আগামী ৬ জুলাই মহাগুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস।

জিতলেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত, এমন সমীকরণ নিয়ে বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে স্কটল্যান্ডের বিপক্ষে টস জিতে প্রথমে বোলিং করতে নামে জিম্বাবুয়ে। স্কটল্যান্ডের ব্যাটারদের বড় ইনিংস খেলতে দেননি জিম্বাবুয়ের বোলাররা। ব্যাটারদের ছোট ছোট ইনিংসের সুবাদে ৫০ ওভারে ৮ উইকেটে ২৩৪ রানের লড়াকু সংগ্রহ পায় স্কটল্যান্ড।

দলের পক্ষে সাত নম্বরে নেমে মাইকেল লিস্ক ৩৪ বলে সর্বোচ্চ ৪৮ রান করেন। ৩টি চার ও ২টি ছক্কা মারেন তিনি। এছাড়া ম্যাথু ক্রস ৩৮, ব্রান্ডন ম্যাকমুলেন ৩৪ ও জর্জ মুনসি ৩১ রান করেন। জিম্বাবুয়ের সিন উইলিয়ামস ৩টি ও তেন্ডাই চাতারা ২টি উইকেট নেন।

জবাবে শুরুতেই ৩৭ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে জিম্বাবুয়ে। ইনফর্ম উইলিয়ামস ১২ রানে আউট হন। পঞ্চম উইকেটে ৬১ বলে ৫৪ রান তুলে জিম্বাবুয়েকে লড়াইয়ে ফেরান সিকান্দার রাজা ও রায়ান বার্ল। ৩৪ রান করে রাজা ফিরলে ষষ্ঠ উইকেটে বার্লের সাথে জুটি বাঁধেন ওয়েসলি মাধভেরে।

স্কটল্যান্ডের বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তোলেন বার্ল-মাধভেওে জুটি। ৩০ ওভারে জিম্বাবুয়ের রান ১৬৪তে নিয়ে যান তারা। ৩১তম ওভারের প্রথম বলে মাধভেরে ৪০ রানে থামলে ধাক্কা খায় জিম্বাবুয়ে।

এরপর আরও ২ উইকেট হারালেও দলের জয়ের আশা বাঁিচয়ে রাখেন ওয়ানডে ক্যারিয়ারের ষষ্ঠ হাফ-সেঞ্চুরি পাওয়া বার্ল। কিন্তু ৩৯তম ওভারে নবম ব্যাটার হিসেবে দলীয় ১৯৭ রানে বার্লকে শিকার করে স্কটল্যান্ডের পথে কাটা উপড়ে ফেলেন লিস্ক। ৮টি চার ও ১টি ছক্কায় ৮৪ বলে ৮৩ রান করেন বার্ল। শেষ পর্যন্ত ৪১ দশমিক ১ ওভারে ২০৩ রানে ইনিংস শেষ হলে বিশ^কাপে খেলার স্বপ্নভঙ্গ হয় জিম্বাবুয়ের। স্কটল্যান্ডের ক্রিস সোল ৩৩ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।