ঢাকাSunday , 12 November 2023
  1. অলিম্পিক এসোসিয়েশন
  2. অ্যাথলেটিক
  3. আইপিএল
  4. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  5. আন্তর্জাতিক
  6. আরচারি
  7. এশিয়া কাপ
  8. এশিয়ান গেমস
  9. এসএ গেমস
  10. কমন ওয়েলথ গেমস
  11. কাবাডি
  12. কুস্তি
  13. ক্রিকেট
  14. টি-টোয়েন্টি বিশ্বকাপ
  15. টেনিস

বিশ্বকাপে খারাপ পারফরম্যান্সেও দুই কোটি টাকা প্রাইজমানি বাংলাদেশের

parag arman
November 12, 2023 5:40 pm
Link Copied!

সেমিফাইনাল খেলার লক্ষ্য নিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ। সেই লক্ষ্য ছুঁতে পারেনি লাল-সবুজের দল। ৯ ম্যাচে মাত্র দুটিতে জিতেছে সাকিব আল হাসানরা। খেলার মাঠে তেমন প্রাপ্তি না থাকলেও মাঠের বাইরে লাভবান হয়েছে বাংলাদেশ দল। এমন বাজে পারফরম্যান্সের পরও বিশ্বকাপ থেকে প্রায় দুই কোটি টাকা পাচ্ছে টাইগাররা।

এবারের টুর্নামেন্টে প্রতিটি ম্যাচ জয়ের জন্য দলগুলো পাবে ৪০ হাজার মার্কিন ডলার। আর প্রথম পর্বে খেলার জন্য সব মিলিয়ে পাবে এক লাখ মার্কিন ডলার। বাংলাদেশ প্রথম পর্বে আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জিতেছে। এই দুই জয়ের জন্য ৪০ হাজার করে মোট ৮০ হাজার ডলার পাবে সাকিব আল হাসানের দল। এর সঙ্গে প্রথম পর্বে অংশ নেওয়ার জন্য বাড়তি এক লাখ ডলার। সব মিলিয়ে বাংলাদেশ পাচ্ছে ১ লাখ ৮০ হাজার ডলার।

বাংলাদেশি মুদ্রায় টাইগাররা এবারের বিশ্বকাপ থেকে পাচ্ছে প্রায় ২ কোটি টাকা (১ কোটি ৯৭ লাখ ৭৩ হাজার টাকা)। তবে বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে পারলে টাকার অঙ্কটা আরও বড় হতো সেটাই বলাই বাহুল্য।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।