বিশ্বকাপে চার ম্যাচের দুইটিতে জিতে কিছুটা চাপে রয়েছে অস্ট্রেলিয়া। প্রথম দুই ম্যাচ হারলেও পরের দুই ম্যাচ জিতে কিছুটা ফর্মে ফিরেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।
বিশ্বকাপে ইতোমধ্যেই ইংল্যান্ড ও পাকিস্তানকে হারিয়েছে আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকাকের হারের স্বাদ দিয়েছে নেদারল্যান্ডস। তাই বিশ্বকাপের সব প্রতিপক্ষই সমান বলে মনে করেন অসি অলরাউন্ডার মিচেল মার্শ।
বুধবার আত্মবিশ্বাসী ডাচদের বিপক্ষে নামার আগে সংবাদ সম্মেলনে এসে মার্শ বলেন, ‘আমার মনে হয় এখন থেকে প্রত্যেকটা ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি কিছু দলকে হারতে। আমি আগেও বলেছি, বিশ্বকাপে কোনো সহজ দল নেই। এবং যারাই কয়েক সপ্তাহ পর ট্রফিটি উঁচিয়ে ধরবে, তারাই এটার যোগ্য দাবিদার। কারণ এখানে প্রতিটা ম্যাচই খুব চাপের।’
ভারতের সমর্থকদের সামনে বিশ্বকাপ খেলতে পারাটা অন্যরকম অভিজ্ঞতা বলে মনে করেন মার্শ, ‘আপনি এখানে ভারতের অনেক সমর্থকদের সামনে খেলবেন তারা অনেক আবেগী। এটা অনেক ভালো একটি অভিজ্ঞতা আমাদের জন্য কিন্তু এখানে প্রত্যেকটা ম্যাচই খুব চাপের এবং ঝুঁকিপূর্ণ।’
নেদারল্যান্ডস আইসিসির সহযোগী সদস্য হলেও তাদেরকে বেশ সমীহই করছে পুরো অজি দল। মার্শ তাদেরকে সম্মান জানিয়ে বলেন, ‘আমরা নেদারল্যান্ডসকে সম্মান করি। তারা অনেক ভালো ক্রিকেট খেলছে এবং আমাদের জন্য বেশ চ্যালেঞ্জিং হবে জয় পাওয়াটা।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।