চলমান যুব বিশ্বকাপে ব্যাট হাতে আলো কেড়েছেন তরুণ ক্রিকেটার জিশান আলম। তারই পুরস্কারস্বরূপ বাংলাদেশের বিশ্বকাপ মিশন শেষ হওয়ার পর বিপিএলে দল পেলেন ১৯ বছর বয়সী এই ব্যাটার।
রোববার (১১ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জিশানকে দলে টানার বিষয়টি জানিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ফ্র্যাঞ্চাইজিটি।
এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ৫ ম্যাচ খেলে ১৩৭ রান করেছেন তিনি। ডিসেম্বরে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে জয়ী দলেরও অংশ ছিলেন তিনি। টপ অর্ডারে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতি স্পিন বোলিংও করেন এই ক্রিকেটার।
বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাহাঙ্গীর আলমের ছেলে জিশান প্রথম সারির ক্রিকেটে ৯ ম্যাচ খেলে ২৫৪ রান করার পাশাপাশি ৩টি উইকেট নিয়েছেন। তার বাবা জাহাঙ্গীর জাতীয় দলের হয়ে তিনটি ওয়ানডে ম্যাচ খেলেছিলেন।
নিজেদের সর্বশেষ ম্যাচে হারলেও এবারের আসরে এখন পর্যন্ত বেশ ভালো অবস্থানে আছে চট্টগ্রাম। ৮ ম্যাচ খেলে ৫টিতে জিতে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে শুভাগত হোমের দল।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।