ঢাকাFriday , 11 August 2023
  1. online casino
  2. online casino lebanon
  3. philippines online casino
  4. slovenian online casino
  5. world cup cricket t20
  6. অলিম্পিক এসোসিয়েশন
  7. অ্যাথলেটিক
  8. আইপিএল
  9. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  10. আন্তর্জাতিক
  11. আরচারি
  12. এশিয়া কাপ
  13. এশিয়ান গেমস
  14. এসএ গেমস
  15. কমন ওয়েলথ গেমস

বিশ্বকাপে আর্জেন্টিনার মত মিয়ামিকে নেতৃত্ব দিচ্ছেন মেসি

parag arman
August 11, 2023 10:19 pm
Link Copied!

২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে যেভাবে সামনে থেকে সহযোগিতা করেছেন লিওসেল মেসি ঠিক সেভাবেই তিনি এমএলএস ক্লাব ইন্টার মিয়ামিকেও নেতৃত্ব দিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন কোচ জেরার্ডো মার্টিনো।

লিগ কাপের কোয়ার্টার ফাইনালে শার্লট এফসির বিরুদ্ধে ম্যাচকে সামনে রেখে মার্টিনো বলেছেন, ‘আর্জেন্টিনার সাথে বিশ^কাপে তাকে আমরা যেভাবে দেখেছি এখানেও তাকে ঠিক তেমনই দেখা যাচ্ছে, এর থেকে বেশী বা কম কোনটাই নয়। সাম্প্রতিক সময়ে মাঠ ও মাঠের বাইওের মেসির নেতৃত্বগুন চোখে পড়ার মত। বিশ্বকাপে সে যা করেছে তা নিয়ে আমি চিন্তা করেছি। কারন সেখানেই অধিনায়কের সবগুলো গুণাবলী তার প্রমানিত হয়েছে।’

জুলাইয়ে পিএসজি থেকে ফ্রি এজেন্টে ডেভিড বেকহ্যামের ইন্টার মিয়ামিতে যোগ দেবার পর এ পর্যন্ত সাত গোল করেছেন মেসি। এর মধ্যে তার দুটি ম্যাচ জয়ী ফ্রি-কিকের অসাধারন গোলও রয়েছে। মেসির আগমনে বদলে যাওয়া মিয়ামি চার ম্যাচে শতভাগ জয় নিশ্চিত করেছে।

বার্সেলোনায় এর আগে মেসিকে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে মার্টিনোর। একইসাথে দুই বছর তিনি আর্জেন্টিনায় মেসির কোচ ছিলেন। মার্টিনো বলেন, ‘বিশ^কাপের পর প্রথমবারের মত মিয়ামির মত শীর্ষ সারির দলের বাইরের কোন দলের নেতৃত্ব দিতে এসে মেসির মধ্যে কোন পার্থক্য চোখে পড়েনি। মাঠের পারফরমেন্সেও সে একইভাবে নিজেকে প্রমান করে চলেছে। অনুশীলনেও সে সমান সিরিয়াস। দলের তরুণদের সাথে সে নিজের অভিজ্ঞতা ভাগাভাগি করে নিচ্ছে। যখন সে এখানে এসেছিল তখনই বলেছিল এখানে সে এসেছে ম্যাচ জয় করতে। আমি বিশ^াস করি ডালাসের বিরুদ্ধে তার দেয়া চতুর্থ গোলটি তারই প্রতিচ্ছবি। সে গোলটি উদযাপন করেছে। কিন্তু একইসাথে সতীর্থদের বলেছে চলো চেষ্টা করি পঞ্চম গোল দেয়া যায় কিনা। এটা তার মানসিকতার প্রমান, এবং অবশ্যই অন্যদের জন্য অনুপ্রেরণার।’

ডালাসের বিরুদ্ধে মেসির দেয়া ট্রেডমার্ক ফ্রি-কিকের গোলেই মিয়ামি সমতা ফিরিয়ে শেষ পর্যন্ত শেষ ষোলর ম্যাচে টাইব্রেকারে জয়ী হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে।

মার্টিনোর মতে মেসি যে মানের খেলোয়াড় তা মোটেই স্বাভাবিক কোন বিষয় নয়। এ সম্পর্কে মিয়ামি কোচ বলেন, ‘একটি দল তার খেলোয়াড়দের মানের উপর নির্ভর করে। অবশ্যই তাদেরকে ভাল খেলতে হবে। কিন্তু কোন কোন সময় অতি অসাধারন কিছু করে দেখাতে হয়। আমরা সেটা মেসির মধ্যে দেখেছি। বক্সের বাইরে থেকে ফ্রি-কিকে গোল করে ম্যাচের চেহারা পাল্টে দেয়া মোটেই স্বাভাবিক কোন ঘটনা নয়।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।