আফগানিস্তান সিরিজটি স্থগিত করার খবর এসেছিল গত মার্চে। তবে এবার জানা যাচ্ছে, তাদের হোম সিরিজটি আয়োজনের বন্দোবস্ত নিচ্ছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। চলমান বিশ্বকাপের পরই বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলবে আফগানিস্তান। তবে সেটা বাংলাদেশ বা আফগানিস্তানে নয়। এবার দুই দল মুখোমুখি হবে ভারতের এক স্টেডিয়ামে।
গ্রেটার নয়ডায় তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই দল খেলবে আগামী জুলাই ও আগস্টে। ওয়ানডে দিয়ে শুরু হবে দুই দলের সাদা বলের লড়াই। যদিও আইসিসির এফটিপি অনুযায়ী আফগানদের সঙ্গে তিন সংস্করণেই খেলার কথা ছিল টাইগারদের। আসন্ন সিরিজের সময়ে অবশ্য টেস্টের সূচি রাখা হয়নি। আনুষ্ঠানিকভাবে সিরিজের সময়সূচি এখনো প্রকাশ করা হয়নি।
ভারতের সংবাদমাধ্যম স্পোর্টসস্টার বলছে, জুলাইয়ের ২৫ তারিখ থেকে সিরিজটি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। ২৭ জুলাই দ্বিতীয় ওয়ানডের পর ২৯ জুলাই অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ওয়ানডে। এরপর ২ আগস্ট থেকে মাঠে গড়াতে পারে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আগস্টের ৬ তারিখ কুড়ি ওভারের ম্যাচ দিয়ে শেষ হবে সিরিজটি।
গত মার্চে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছিলেন, সিরিজটি দুই দলের সম্মতিতে স্থগিত করা হয়েছে। অন্য কোনো সময়ে তা আয়োজনের কথা বলা হয়েছিল তখন। এফটিপিতে জুলাই মাসে থাকা সিরিজটি যথাসময়েই মাঠে গড়ানোর সম্ভাবনা। সবগুলো ম্যাচই হবে শহিদ বিজয় সিং পাঠিক স্পোর্টস কমপ্লেক্সে।
২০১৫ সালে এক চুক্তির মাধ্যমে নিজেদের ঘরের সিরিজগুলো ভারতে আয়োজনের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। বাংলাদেশের বিপক্ষে এর আগে হোম সিরিজ সেখানেই খেলেছে তারা। ২০১৮ সালে সিরিজটি তারা আয়োজন করেছিল ভারতের দেরাদুনে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।