ঢাকাFriday , 6 October 2023
  1. অলিম্পিক এসোসিয়েশন
  2. অ্যাথলেটিক
  3. আইপিএল
  4. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  5. আন্তর্জাতিক
  6. আরচারি
  7. এশিয়া কাপ
  8. এশিয়ান গেমস
  9. এসএ গেমস
  10. কমন ওয়েলথ গেমস
  11. কাবাডি
  12. কুস্তি
  13. ক্রিকেট
  14. টি-টোয়েন্টি বিশ্বকাপ
  15. টেনিস

বিশ্বকাপের জন্য বাংলাদেশকে শুভেচ্ছা জানাল আর্জেন্টিনা

Sahab Uddin
October 6, 2023 10:03 pm
Link Copied!

আগামীকাল আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। ভারতের ধর্মাশালায় অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচের আগে টাইগারদের বিশ্বকাপ-অভিযানের জন্য শুভকামনা জানিয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা। সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের পেজ থেকে একটি পোস্ট দিয়ে সাকিব বাহিনীকে শুভেচ্ছা বার্তা দিয়েছে লাতিন আমেরিকার দেশটি।

কাতার বিশ্বকাপের পর থেকে বাংলাদেশ-আর্জেন্টিনার সম্পর্ক যেন নতুন রূপ ধারণ করেছে। মেসি-ডি মারিয়াদের প্রতি বাংলাদেশি ভক্তদের ভালোবাসার কথা ফিফা থেকে ধরে পৌঁছে গিয়েছে সেই সুদূর আর্জেন্টিনার মানুষের কাছে। কাতার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে বাংলাদেশের সঙ্গে আর্জেন্টিনার যে সুসম্পর্ক তৈরি হয়েছে তা সবারই জানা। সেই ধারাবাহিকতায় টাইগারদের বিশ্বকাপ যাত্রার জন্য বার্তা দিয়েছে মেসিদের দেশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে বাংলাদেশের বিশ্বকাপ-অভিযানের জন্য শুভকামনা জানিয়ে একটি পোস্ট করেছে এএফএ। যেখানে মেসি-ডি মারিয়া- আল্ভারেজের ছবির সঙ্গে টাইগার পেসার তাসকিন আহমেদের একটি ছবি কোলাজ করে শুভেচ্ছা বার্তা দিয়ে পোস্টটি দেওয়া হয়েছে।

এএফএ তাদের ভেরিফায়েড ফেসবুক পাতায় দেওয়া পোস্টটিতে লিখেছে, ‘আইসিসি বিশ্বকাপ ২০২৩-এ বাংলাদেশ ক্রিকেট দলের যাত্রা শুরু করতে যাওয়ার আগে তাদের জন্য শুভকামনা রইল। চ্যাম্পিয়ন-সত্তাই তাদের জয়ের বন্দরে নিয়ে যাবে।’

আগামীকাল বাংলাদেশ সময় সকাল ১১টায় আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।