বিশ্বকাপে বাংলাদেশ দলের পেস আক্রমণের অন্যতম ভরসা তিনি। যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর আগে পেসার শরিফুল ইসলাম বিশ্বকাপ নিয়ে দিয়েছেন বিশেষ বার্তা। বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে তৈরি করা বিসিবির ‘গ্রিন অ্যান্ড রেড স্টোরির’ এবারের পর্বে থাকছে শরিফুলের নানা কথা। বিশ্বকাপকে সামনে রেখে শরিফুল জানিয়েছেন, আগের বিশ্বকাপের চেয়ে এবার ভালো করার প্রত্যয় নিয়েই যুক্তরাষ্ট্রে গেছে বাংলাদেশ দল।
বিশ্বকাপে অংশ নিতে পেরে গর্বিত শরিফুল, ‘বিশ্বকাপটা আসলে দুনিয়ার সবাই দেখে। সবার একটা মনোযোগ থাকে এই ক্ষেত্রে। তাই আমার মনে হয় বিশ্বকাপ খেলতে যাওয়া অন্য সিরিজ খেলার চেয়ে একটু ভিন্ন অনুভূতির। প্রতিটা খেলোয়াড়ের স্বপ্ন থাকে বিশ্বকাপ খেলার। সেটা ক্রিকেট, ফুটবল কিংবা অন্য যেকোনো খেলারই হোক না কেন। সেখানে আমি যদি বিশ্বকাপে খেলতে পারি সেটা অন্যরকম পাওয়া হবে।’
২০২০ সালে বাংলাদেশের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিলেন শরিফুল। এরপর থেকে জাতীয় দলে অনেকটাই নিয়মিত তিনি। এক সময়ের স্বপ্নের তারকাদের সতীর্থ হতে পারায় উচ্ছ্বসিত শরিফুল, ‘আমি মনে করি এটা আমার বড় একটা পাওয়া। প্রতিটা ক্রিকেটপ্রেমী, সে গ্রামে গঞ্জে যেখানেই খেলুক তার স্বপ্ন থাকে জাতীয় দলে খেলা। জাতীয় দলের সদস্য হতে পেরে আমি কতোটা খুশি তা বলে বুঝাতে পারব না। বিপিএলে তাসকিন ভাইয়ের সাথে খেলেছি, ডিপিএলেও, এখন জাতীয় দলে খেলছি। মোস্তাফিজ ভাইয়ের সাথেও খেলা হয়। ছোট থাকতে ভাবতাম তাদের সাথে খেলব। এখন সেটাই হচ্ছে। এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে।’
বিজ্ঞাপন
বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক শান্ত। শরিফুল দলের অধিনায়কের প্রশংসায় পঞ্চমুখ, ‘শান্ত ভাই খুব ভালো অধিনায়ক। তিনি সবাইকে স্বাধীনতা দেন, বন্ধুত্বপূর্ণ আচরণ করেন। সবাই উনাকে অনেক পছন্দ করেন। আমরা বোলাররা যদি কখনো কিছু করতে চাই তখন উনি গুরুত্বের সাথে দেখেন। শান্ত ভাইয়ের সাথে অনেকদিন খেলছি বলে তার সবকিছুই ভালো লাগে। সত্যি বলে আমরা দলে সিনিয়র জুনিয়র কমই দেখি। আমরা সবাই একটা পরিবার। সবাই বন্ধুর মত আচরণ করে। রিয়াদ ভাই সবার বড়। কিন্তু উনিও সবার সাথে মেশেন, উনার মেশায় মনেই হয় না উনি বড়। উনি দলটাকে চাঙ্গা রাখেন। মনে হয় আমরা অনেক আগে থেকে একসাথে খেলছি।’
এবারের বিশ্বকাপে ভালো করার ব্যাপারে আশাবাদ জানিয়ে বার্তা শেষ করেন শরিফুল, ‘ প্রতিটা বিশ্বকাপে সবারই লক্ষ্য থাকে আগের বিশ্বকাপ থেকে ভালো করার। আমারও ইচ্ছা আছে, দলেরও ইচ্ছা আছে ম্যাচ ধরে ধরে জেতার চেষ্টা করা।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।