আগামী বছর ভারতের মাটিতে সরাসরি বিশ্বকাপে অংশ নিতে কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ নারী দল। কেননা নিগার সুলতানা জ্যোতিদের পরবর্তী ছয় ওয়ানডের সবকটিতেই জিততে হবে। সেসব জয় পেলেই কেবল সরাসরি বিশ্বকাপে খেলতে পারবে বাংলাদেশ, অন্যথায় বাছাইপর্ব খেলতে হবে জ্যোতিদের। বুধবার (২০ নভেম্বর) মিরপুরে বাংলাদেশ-আয়ারল্যান্ড নারী ক্রিকেট সিরিজের স্পন্সর ঘোষণা অনুষ্ঠানে বিসিবির নারী বিভাগের প্রধান হাবিবুল বাশার সুমন এ প্রসঙ্গে কথা বলেছেন।
সাবেক এই বাংলাদেশ অধিনায়ক বলেন, আমাদের মূল লক্ষ্য এই সিরিজে ৩-০ ব্যবধানে জয়। ঘরের মাঠে খেলার সুবিধা আমাদের রয়েছে। বিশ্বকাপটা উপমহাদেশে হওয়ায় আমাদের দল বেশ আত্মবিশ্বাসী। আমরা এই সুযোগ কাজে লাগাতে চাই এবং বিশ্বকাপ খেলার স্বপ্ন পূরণ করতে চাই।
আগামী ২৭ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া এই সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ-আয়ারল্যান্ড। এরপর জ্যোতিদের তিনটি ওয়ানডে রয়েছে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে।
তবে এখন আইরিশ মেয়েদের হারানোর দিকে তাকিয়ে বাশার, আমাদের পরের সিরিজে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তিনটি ওয়ানডে ম্যাচ আছে। তবে এসব পরের বিষয়। আমাদের সামনে এখন আয়ারল্যান্ড সিরিজ। এই সিরিজের দিকে আমরা ফোকাস থাকছি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।