বাংলাদেশ নারী ক্রিকেট দলের অন্যতম সেরা ফাস্ট বোলার জাহানারা আলম এবার নিজেই জানালেন তার বিয়ে নিয়ে পরিকল্পনার কথা। ২০১১ সাল থেকে জাতীয় দলে খেলা এই ক্রিকেটার ক্যারিয়ারে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ১৩৫ ম্যাচ খেলেছেন এবং ১০৮টি উইকেট শিকার করেছেন।
এক সময় জাতীয় দলের নিয়মিত মুখ ছিলেন জাহানারা, তবে ২০২২ সালে শৃঙ্খলাভঙ্গের কারণে দল থেকে বাদ পড়েন তিনি। এরপর বাজে ফর্ম ও তরুণদের প্রাধান্য দেয়ার ফলে তাকে আর জাতীয় দলে দেখা যায়নি। সবশেষ মানসিক অবসাদ কাটাতে জাতীয় দল থেকে ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন এবং সিডনির এক লিগে খেলছেন এই পেসার।
জাতীয় দলে নিয়মিত না থাকলেও দর্শকদের মনে এখনো দারুণভাবে অবস্থান করছেন জাহানারা। তাই স্বাভাবিকভাবেই তার ব্যক্তিগত জীবন, বিশেষ করে বিয়ে নিয়ে ভক্তদের কৌতূহলের কমতি নেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বিয়ে প্রসঙ্গে মুখ খুলেছেন এই ক্রিকেটার।
কবে বিয়ে করছেন এমন প্রশ্নের জবাবে জাহানারা জানান, বিয়ে নিয়ে আমার আলাদা একটা পরিকল্পনা আছে। প্রথমত, এটা আল্লাহর হাতে, তিনি যখন চাইবেন তখনই হবে। আমি আগেই বলেছিলাম, আমি দুটি ওয়ানডে বিশ্বকাপ খেলে তারপর বিয়ে করব। একটি বিশ্বকাপ খেলেছি, আরেকটি যদি খেলতে পারি, তাহলে সিরিয়াসলি বিয়ে নিয়ে চিন্তা করব।
তিনি আরও জানান, বিয়ে নিয়ে তার কোনো পারিবারিক চাপ নেই এবং পরিবার থেকে যথেষ্ট সাপোর্ট পাচ্ছেন। এখন শুধু সময়ের অপেক্ষা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।