ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ২০২৪-এ গাজী গ্রুপ ক্রিকেটার্স ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যাচটি হয়ে উঠেছিল রানবন্যার এক প্রদর্শনী। বিকেএসপির ৪ নম্বর মাঠে ব্যাটসম্যানরা রানের ফুলঝুরি ছড়ালেও, বোলারদের জন্য দিনটি ছিল ভীষণ দুঃস্বপ্নের।
মোহামেডানের বিপক্ষে গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে বল হাতে বিব্রতকর এক রেকর্ডের স্বাদ পেলেন বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ। ১০ ওভার বল করে ৩ উইকেট পেলেও খরচ করেছেন ১০৭ রান, যা লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের কোনো বোলারের সবচেয়ে বেশি রান দেয়ার রেকর্ড।
ম্যাচের সবচেয়ে আক্রমণাত্মক ব্যাটিং করেছেন তোফায়েল আহমেদ। তিনি মাত্র ২৯ বলে ৬৩ রান করেন এবং তাসকিনের শেষ দুই ওভারেই আদায় করে নেন ৪৫ রান। এদিন গাজী গ্রুপের হয়ে ওপেনার এনামুল হক বিজয় ১৪৯ রানের অসাধারণ ইনিংস খেললেও, তাসকিনের অতিরিক্ত রান খরচ দলের জন্য ছিল বড় ধাক্কা।
তাসকিনের এই ১০৭ রানের আগে লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল স্পেলের রেকর্ড ছিল শাহাদাত হোসেনের দখলে। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ১০৪ রান দিয়েছিলেন তিনি। এছাড়া, ২০২৩ সালের ডিপিএলে আবাহনীর বিপক্ষে ইকবাল হোসেন ৯ ওভারে ১০৪ রান দিয়ে বিব্রতকর অবস্থায় পড়েছিলেন।
তাসকিন আহমেদ দীর্ঘদিন ধরে বাংলাদেশ দলের অন্যতম নির্ভরযোগ্য পেসার হলেও, এই রেকর্ড তার ক্যারিয়ারে এক দুঃখজনক অধ্যায় হিসেবে রয়ে যাবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।