চলমান বিশ্বকাপে খুব একটা সুবিধা করতে পারছেন না বাংলাদেশ দলের পেসাররা। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে শরিফুল ইসলাম নেন ২ উইকেট। তবে একাদশের বাকি দুই পেসার তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান ১টি করে উইকেট পেয়েছেন। এরপর ইংল্যান্ড ম্যাচেও তাসকিন-মুস্তাফিজরা ছিলেন বিবর্ণ।
আফগানিস্তানের বিপক্ষে ২ উইকেট নেওয়া শরিফুল ইংলিশদের বিপক্ষেও ভালো করেছেন। এই বাঁহাতি পেসার ৩ উইকেট তুলে নিলেও তাসকিন পেয়েছেন কেবল ১টি। অন্যদিকে মুস্তাফিজ কোনো উইকেটের দেখাই পাননি। সবমিলিয়ে খুব একটা স্বস্তিতে নেই টাইগার পেস আক্রমণ। এবার তাদের সামনে চ্যালেঞ্জ নিউজিল্যান্ড ম্যাচ। অবশ্য তার আগে তাসকিন-মুস্তাফিজরা পাশে পেলেন সতীর্থ নাজমুল হোসেন শান্তকে।
ম্যাচের আগের দিন আজ বৃৃহস্পতিবার চেন্নাইয়ে টাইগার পেসারদের নিয়ে শান্ত বলেন, ‘প্রথমত কোন পেস বোলার হতাশ না, এখানে উইকেটই এমন। রান স্বাভাবিকভাবে একটু বেশিই দিবে। নরমালি আমরা দেখিনা আমাদের পেস বোলাররা ১০ ওভারে ৭০, ৬০ বা ৬৫ দেয়।’
‘তো হঠাৎ করে এখানে দেখে মনে হচ্ছে অনেক খারাপ বোলিং হচ্ছে। যেহেতু বিষয়টা এরকম না, সবাই এ বিষয়টা নিয়ে অবগত আছে যে এখানে উইকেটটা ভালো। এখানে কত কম রান দেওয়া যায়, মিডল ওভারে উইকেট বের করতে পারি, নতুন বলে উইকেট বের করতে পারি।’-যোগ করেন শান্ত।
শান্ত মনে করছেন এখন যে অবস্থায় আছে তার চেয়ে ১০ ভাগ উন্নতি করলেই টাইগার পেসাররা ভালো কিছু করবে, ‘সুতরাং সবার একটা প্ল্যান আছে, সবাই কষ্ট করছে। আমার মনে হয় পেস বোলাররা এখন যে অবস্থায় আছে তার থেকে ১০ পারসেন্ট উন্নতি করলে আরও ভালো অবস্থানে যেতে পারব।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।