আগামী ২৭ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর। তার আগে চলতি মাসের ১৪ অক্টোবর হবে প্লেয়ার্স ড্রাফট। এবারের আসরে কুমিল্লা অংশ না নেয়ায় ‘দুর্বার রাজশাহী’ নামে ফিরেছে রাজশাহী ফ্র্যাঞ্চাইজি। এছাড়াও ঢাকা ও চট্টগ্রামের মালিকানায় এসেছে পরিবর্তন। ঢাকার ফ্র্যাঞ্চাইজি কিনেছেন চিত্রনায়ক শাকিব খানের রিমার্ক অ্যান্ড হারল্যান্ড কোম্পানি এবং তাদের সঙ্গে রয়েছেন ওয়ালটন গ্রুপ।
এই মুহূর্তে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিরা তাদের দল ঘোছাতে ব্যস্ত আছেন। তারা নতুন নতুন খেলোয়াড় কিংবা কোচিং স্টাফ দলে ভেড়াচ্ছে। তারই ধারাবাহিকতায় ফ্র্যাঞ্চাইজি দল চিটাগাং কিংস প্রধান কোচের দায়িত্ব তুলে দিয়েছে অস্ট্রেলিয়ার ৪১ বছর বয়সী সাবেক পেসার শন টেইটের হাতে। এছাড়াও কোচিং প্যানেলে যুক্ত করা হয়েছে দেশের সাবেক স্পিনার ও বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের নায়ক এনামুল হক জুনিয়রকে।
সবশেষ ২০১৩ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশ নিয়েছিল চিটাগাং কিংস। দীর্ঘ ১১ বছর পর আবারও ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে ফিরছে দলটি। আর ফিরে শক্তিশালী দল গঠনে মনোযোগী ফ্র্যাঞ্চাইজিটি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।