বিপিএল শেষ হলেও শেষ হয়নি বিতর্ক। নতুন করে পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ এনেছেন চিটাগং কিংস অধিনায়ক মোহাম্মদ মিঠুন। অথচ তুলনামূলক দুর্বল দলটিকে বিপিএল ফাইনালে তোলার অন্যতম নায়ক তিনি। বিসিবিকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন, ক্রিকেট বোর্ডও পরিশোধের আশ্বাস দিয়েছেন। ঢাকা প্রিমিয়ার লিগে ন্যায্য পারিশ্রমিকের প্রত্যাশা তার।
বিপিএল শেষ হয়েছে দুই সপ্তাহেরও বেশি। মন্ত্রণালয় ও ক্রিকেট বোর্ডের গঠিত সত্যানুসন্ধান বা ফিক্সিং তদন্তে স্বাধীন কমিটির কোনো অগ্রগতির খবর নেই।
পারিশ্রমিক আর ফিক্সিং ইস্যুতে কলঙ্কিত বিপিএল-এর কলঙ্কের দাগ এখনও মুছে যায়নি। দুর্বার রাজশাহীর পাশে আরেক বিতর্কিত দল চিটাগং কিংস। দলকে ফাইনালে তোলা অধিনায়ক মোহাম্মদ মিঠুনকে এক টাকাও পারিশ্রমিক দেননি দলটির কর্ণধার সামির কাদের চৌধুরী।
ক্রিকেটার ভেদে ২৫ থেকে ৫০ শতাংশ টাকা পরিশোধ করলেও অধিনায়ক শতভাগ উপেক্ষিত। বিসিবিকে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানিয়েছেন মোহাম্মদ মিথুন। ফ্র্যাঞ্চাইজি পরিশোধ না করলে ক্রিকেট বোর্ড টাকা দিবে বলে আশ্বাসও দিয়েছে তাকে। পরিশ্রম করে ন্যায্য টাকা না পেয়ে হতাশ এ ক্রিকেটার। এখন তাকিয়ে আছেন ঢাকা প্রিমিয়ার লিগের দিকে।
এ নিয়ে সামির কাদেরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি ফোন ধরেননি। এর আগে বিপিএলের মাঝপথে পারভেজ হোসেন ইমনকে কোনো পারিশ্রমিক না দিয়ে সমালোচিত হয়েছিলেন তিনি। এমনকি আমার টাকা গাছে ধরে না বলে বেফাঁস মন্তব্য করে বিতর্ক উসকে দেন। যদিও পরবর্তীতে ক্ষমা চেয়েছেন বলে জানিয়েছিল বিসিবি।
পারিশ্রমিকসহ পেশাদারিত্বের অভাবের কারণে দেশের ঘরোয়া ক্রিকেট আরও নাজুক হচ্ছে বলে মনে করেন মোহাম্মদ মিথুন।
অতীতের অন্ধকার থেকে পরের আসরে বের হতে পারবে কি ক্রিকেট বোর্ড এবং বিপিএল?
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।