ঢাকাThursday , 30 January 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিপিএল দেখার অভিজ্ঞতা জানালেন বাংলাদেশ কোচ

BDKL DESK
January 30, 2025 7:24 pm
Link Copied!

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর প্রায় শেষের দিকে। লিগ পর্বের তিন ম্যাচ পরই প্লে-অফ ও ফাইনাল দিয়ে এই আসরের পর্দা নামবে। আগের আসরগুলোর আক্ষেপ মিটিয়ে বড় রানের ম্যাচ উপহার দিলেও, চলতি বিপিএলে ছিল বকেয়া পারিশ্রমিক ও সন্দেহজনক পারফরম্যান্সের মতো বিতর্কিত বিষয়। এর বাইরে অবশ্য বিপিএলের ম্যাচগুলো উপভোগ করার কথা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের কোচ ফিল সিমন্স।

অবশ্য বিপিএলের শুরু থেকেই ছিলেন না এই ক্যারিবীয় কোচ। গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের সর্বশেষ সিরিজ শেষেই তিনি ছুটিতে গিয়েছিলেন। এরপর সিমন্স বাংলাদেশে ফিরলেন কয়েকদিন আগে। এসে চলতি বিপিএলের কয়েকটি ম্যাচও সরাসরি দেখা হয়েছে তার। বিপিএল দেখার অভিজ্ঞতা জানিয়ে ঢাকা পোস্টকে কোচ সিমন্স বলেন, ‘বিপিএলের ম্যাচগুলো বেশ উপভোগ করছি। এখানে সবাইকে একসঙ্গে দেখে ভালোই লাগছে।’

খুব সংক্ষেপে বিপিএল নিয়ে নিজের প্রাথমিক অভিজ্ঞতা জানালেন জাতীয় দলের এই কোচ। যদিও চলতি আসরে সবসময়ের মতোই রয়েছে সীমাবদ্ধতা ও বিতর্কিত কিছু ঘটনা। সে প্রসঙ্গে অবশ্য এই মুহূর্তে নীরব কোচ সিমন্স। বিপিএল শেষ হবে আগামী ৭ ফেব্রুয়ারি, এরপর ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। যার জন্য বাংলাদেশের ক্রিকেটাররা প্রস্তুতি সারছেন চলমান বিপিএল দিয়ে। আপাতত তাই মাঠের প্রস্তুতিতেই মনোযোগ টাইগার কোচ সিমন্সের।

বিগত আসরগুলোতে দেশের উইকেটে স্পোর্টিং কন্ডিশন না পাওয়ার আক্ষেপ ঝরত ক্রিকেটারদের কণ্ঠে। রানে পিচে সেই অভাব ঘুচে গেছে। যদিও ব্যাট হাতে সেভাবে কাঙ্ক্ষিত পারফরম্যান্স দেখাতে পারেননি চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে থাকা ক্রিকেটাররা। টানা পাঁচ ম্যাচের একাদশেই ছিলেন না অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, এর আগে কয়েক ম্যাচ খেললেও ছিলেন রানখরায়। এ ছাড়া মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মুস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমনরাও সেভাবে বলার মতো কিছু করতে পারেননি।

গত অক্টোবরে আচমকা চন্ডিকা হাথুরুসিংহেকে বরখাস্তের পর নতুন কোচ হিসেবে সিমন্সের নাম ঘোষণা করে বিসিবি। চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত তাকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দেওয়া হয়েছে। ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত পাকিস্তান ও দুবাইয়ে (কেবল ভারতের ম্যাচ) বসবে মেগা ইভেন্টটির নবম আসর। যেখানে বাংলাদেশ ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে। শান্তদের সঙ্গে ‘এ’ গ্রুপে রয়েছে পাকিস্তান, ভারত ও নিউজিল্যান্ড।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।