নানা কারণে বিতর্কে ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবশেষ আসর। ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টের পরবর্তী আসর কবে মাঠে গড়াবে, তা এখনও নিশ্চিত করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যা নিয়ে ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে কিছুটা অনিশ্চয়তা থাকলেও আগেভাগেই নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। ইতোমধ্যেই ছয়জন বিদেশি ক্রিকেটারের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে দলটি।
রোববার (২৯ জুন) বরিশালে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২৫ বছরের রজতজয়ন্তীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি অনুষ্ঠানে এমন তথ্য জানান ফরচুন বরিশালের কর্ণধার মিজানুর রহমান। তবে দলের স্বার্থে এই ক্রিকেটারদের নাম এখনই জনসম্মুখে প্রকাশ করতে চান না তিনি।
মিজান বলেন, ‘ফরচুন বরিশালের হয়ে আমরা ইতোমধ্যে ছয়জন খেলোয়াড়ের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছি। তবে এই মুহূর্তে একজনেরও নাম প্রকাশ করবো না। কারণ, নাম প্রকাশ করলে কুমিল্লা কিংবা রংপুরের মতো দলগুলো কৌশলগতভাবে বিষয়টিকে ব্যবহার করতে পারে। তারা তখন ওই খেলোয়াড়ের কাছে আরও বেশি অর্থের প্রস্তাব দিয়ে আমাদের পরিকল্পনা ভেস্তে দিতে পারে। তাই আমরা চূড়ান্ত ম্যাচের আগ পর্যন্ত নাম গোপন রাখছি। যেদিন তারা মাঠে নামবে, সেদিন সবাই জানবে তারা কারা।’
প্রতি আসরেই নামেদামে অন্য দলের চেয়ে ভারি দল গড়ে ফরচুন বরিশাল। গত বিপিএলে বরিশালের হয়ে খেলেছেন শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ নবি, কাইল মেয়ার্স ও ফাহিম আশরাফের মতো তারকারা। টুর্নামেন্ট শুরুর আগেই তারা জিমি নিশামকে দলে ভিড়িয়ে চমক দিয়েছিল। তবে আরও বড় চমক ছিল, তাকে স্কোয়াডে রেখেও ফাইনালে না খেলানো।
এ প্রসঙ্গে মিজান বলেন, ‘জিমি নিশাম আমাদের দলের হয়ে এসেছিলেন, কিন্তু ম্যাচ খেলার সুযোগ পাননি। কারণ, আমাদের সম্ভাব্য প্রতিপক্ষ যদি খুলনা হতো, তাহলে নিশাম খেলতেন। কিন্তু প্রতিপক্ষ চট্টগ্রাম হওয়ায়, স্কোয়াডের কম্বিনেশনে তার জায়গা হয়নি। তবুও, তিনি দলের সঙ্গে ছিলেন, উপভোগ করেছেন, এবং জয়ী দলে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ফরচুন বরিশাল সবসময় এভাবেই পরিকল্পনা করে।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।