নিউজিল্যান্ড সফর শেষ করে বিশ্রামের সুযোগ পাননি বাবর আজম। তাসমান পাড় থেকে সরাসরি ঢাকার ফ্লাইট ধরেছেন এই পাকিস্তানি ব্যাটার। আজ রাতেই রংপুর রাইডার্স শিবিরে যোগ দেবেন বাবর।
রংপুরের পরবর্তী ম্যাচ থেকেই একাদশে দেখা যেতে পারে বাবরকে। একাদশে তার অন্তর্ভুক্তি স্বাভাবিকভাবেই দলের ব্যাটিং লাইনআপকে আরো সমৃদ্ধ করবে।
প্লেয়ার্স ড্রাফটের আগেই বাবরকে দলে ভিড়িয়েছিল রংপুর। বিদেশি ক্রিকেটারদের কোটায় সরাসরি চুক্তিতে পাকিস্তানের অভিজ্ঞ এই ব্যাটারকে দলে নিয়েছে রাইডার্সরা।
এদিকে আসরে নিজেদের ম্যাচে হেরেছে রংপুর। গত শনিবার (২০ জানুয়ারি) টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করেছিল রংপুর। জবাবে ব্যাট করতে নেমে ১৯ ওভার ১ বলে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল।
হার দিয়ে আসর শুরু করলেও ঘুরে দাঁড়ানোর সামর্থ্য আছে রাইডার্সদের। স্কোয়াডের শক্তি বিবেচনায় শিরোপার বড় দাবিদার সাকিব আল হাসানের দল। তবে সব বিদেশি ক্রিকেটারকে এক সঙ্গে না পাওয়াটা তাদের জন্য বড় দুশ্চিন্তার বিষয়।
তাছাড়া সাকিব এবার চোখের সমস্যায় পড়েছেন। যে কারণে আজ ডাক্তার দেখাতে সিঙ্গাপুর গেছেন। ফলে অন্তত আগামী তিন ম্যাচে অধিনায়ককে পাচ্ছে না রাইডার্সরা। তবে এই সময়ে বাবরের অন্তর্ভুক্তি কিছুটা হলেও আত্মবিশ্বাস যোগাবে তাদের।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।