ঢাকাThursday , 27 February 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

‘বিপিএল আরও ১৫ দিন আগে শেষ হলে প্রস্তুতি ভালো হতো’

BDKL DESK
February 27, 2025 1:11 am
Link Copied!

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশ শেষবার ওয়ানডে খেলেছিল গত বছর ওয়েস্ট ইন্ডিজ সফরে। এরপর দেশে ফিরে এনসিএল এবং বিপিএলের টি-টোয়েন্টি উন্মাদনায় গা ভাসিয়েছিল টাইগাররা। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দেশ ছাড়ার আগে টাইগারদের কোচ ফিল সিমন্স জানিয়েছিলেন দলের প্রস্তুতির ঘাটতির কথা। এরপর দুবাইয়ে একটি প্রস্তুতি ম্যাচ খেলেই ওয়ানডে ক্রিকেটের এই আসর শুরু করেছিল বাংলাদেশ দল। টানা দুই ম্যাচে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়েছে নাজমুল হোসেন শান্তর দলের। পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি এখন শুধুই আনুষ্ঠানিকতার।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিরোপা জেতার লক্ষ্যের কথা জানিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কোচ ফিল সিমন্সও দল নিয়ে আশাবাদী ছিলেন। তবে জানিয়েছিলেন প্রস্তুতির ঘাটতির কথা। গত ৭ ফেব্রুয়ারি বিপিএলের ফাইনালের পর দল গোছাতে খুব বেশি সময় পাননি টাইগারদের নতুন কোচ।
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অবশ্য পাকিস্তান শাহিনসের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল টাইগাররা। সে ম্যাচে শাহিনসের বিপক্ষে টাইগাররা হারলেও তাকে অশনি সংকেত ভাবতে নারাজ ছিলেন টাইগার দলপতি শান্ত। কিন্তু সেই শঙ্কাই সত্যি হয়েছে। ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে লড়াই-ই করতে পারেনি বাংলাদেশ। টানা দুই হারে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হচ্ছে তাদের। পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি খেলেই দেশে ফিরতে হবে টাইগার বাহিনীকে।
আগামীকাল বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাওয়ালপিন্ডিতেই পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন বাংলাদেশের বাজে পারফরম্যান্সের দায় চাপালেন বিপিএলের ওপরেই। তার মতে বিপিএলের জন্যই প্রস্তুতির ঘাটতি ছিল।
তিনি বলেন, ‘বিপিএল আরও ১৫দিন আগে শেষ হলে আমাদের প্রস্তুতি ভালো হতো।’
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ খেলেছে এলোমেলো ক্রিকেট। একাদশ সাজানো থেকে শুরু করে মাঠের খেলায় ছিল না পরিকল্পনার অভাব। সালাউদ্দিনও এ ব্যাপারে একমত, ‘পরিকল্পনার অভাবেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ভরাডুবি হয়েছে।’
চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে জায়গা হয়নি লিটন দাসের। দল থেকে বাদ পড়েই বিপিএলে ব্যাট হাতে রানে ফেরেন এই ওপেনার। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও লিটনের অভাব হাড়ে হাড়ে টের পাচ্ছে টাইগাররা। তবে লিটন থাকলে কি হতো-না হতো তা নিয়ে ভাবতে নারাজ বাংলাদেশের এই কোচ।
তিনি বলেন, ‘লিটন থাকলে কী হতো এখন ভাবছি না। আমার স্কোয়াডে ১৫জন আছে এবং আমি তাদের নিয়েই খুশি। টুর্নামেন্ট শেষে বুঝতে পারব কে থাকলে কী হতো।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।