সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির কথা মনে আছে? অবশ্য মনে থাকারই কথা। প্রায় গণমাধ্যমের শিরোনাম হচ্ছে তাদের হত্যাকাণ্ডের বিষয়টি। এই সাংবাদিক দম্পতির হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার তারিখ এখন পর্যন্ত ১০৪ বারের মতো পিছিয়েছে। আগামী ২৩ জানুয়ারি নতুন তারিখ ঠিক করেছেন আদালত।
অবশ্য তার আগে আরও একবার শিরোনামে উঠে এলো এই দম্পতির নাম। এবার আর হতাশার শিরোনাম নয়, বরং সুসংবাদ বয়ে এনেছেন তাদের একমাত্র পুত্র সন্তান মাহির সরোয়ার মেঘ।
আসন্ন বিপিএলে দুর্দান্ত ঢাকার জার্সির ডিজাইনার সাগর-রুনির পুত্র মেঘ। গেলবছর ‘ও’ লেভেল শেষ করা মেঘ ক্রিকেটের সঙ্গেও যুক্ত। শেখ জামাল মাঠে নিয়মিত অনুশীলন করেন তিনি। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে নিজেকে বড় করতে চান মেঘ। তবে ক্রিকেটের পাশাপাশি ডিজাইনের দিকেও চোখ আছে মেঘের।
বুধবার (১৭ জানুয়ারি রাতে) দুর্দান্ত ঢাকা নিজেদের অফিসিয়াল ফেসবুক পেইজ মেঘের ডিজাইনের কথা নিশ্চিত করে।
ট্রফি উন্মোচনের সময়ে দেখা গিয়েছিল ঢাকার জার্সির ঝলক। একপাশে স্বপ্নের পদ্মা সেতুকে ফুটিয়ে তোলা হয়েছে। জার্সিতে ছিল গাঢ় নেভি ব্লুসহ কিছু রঙের ভিন্ন ভিন্ন শেড। সঙ্গে সোনালী এবং নীল রঙকেও সংযুক্ত করা হয়েছে। বিপিএলের এবারের থিমের সঙ্গে মিল রেখে হাতের দিকে আছে নকশাও।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।