বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১০টি আসর মাঠে গড়ালেও নোয়াখালী থেকে কোনো দল অংশগ্রহণ করেনি। তবে এবার হয়তো সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে। নতুন ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে নোয়াখালী থেকে প্রথমবারের মতো বিপিএলে অংশ নিতে যাচ্ছে ‘নোয়াখালী রয়্যালস’।
গত ২৪ জুন শায়ান’স গ্লোবাল নামের একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে নোয়াখালী রয়্যালসের ফ্র্যাঞ্চাইজির সত্ত্বাধিকারের অনুমতির জন্য আবেদন জমা দিয়েছে। প্রতিষ্ঠানটি শুধু দল কেনার মধ্যেই সীমাবদ্ধ থাকছে না, তারা নোয়াখালী অঞ্চলে ক্রিকেটের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতিও দিয়েছে।
বিপিএলের ১১তম আসর আগামী ডিসেম্বর-জানুয়ারির দিকে মাঠে গড়ানোর কথা রয়েছে। যদিও এখন পর্যন্ত বিসিবি থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, তবুও শায়ান’স গ্লোবালের আবেদন ইতিমধ্যেই ক্রিকেট মহলে আলোড়ন সৃষ্টি করেছে।
বিপিএলের ফ্র্যাঞ্চাইজির ক্ষেত্রে গত বছর থেকে বেশ কিছু পরিবর্তন এসেছে। ২০২৩ সালের আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ঢাকা ডমিনেটর্স দলগুলো অংশ নেয়নি। তাদের জায়গায় নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে চিটাগং কিংস, ঢাকা ক্যাপিটালস ও দুর্বার রাজশাহী যুক্ত হয়।
তবে গত আসরে পারিশ্রমিক সংক্রান্ত নানা অভিযোগ ও অনিয়মের কারণে টুর্নামেন্টে অস্থিরতা দেখা দেয়। বিশেষ করে রাজশাহী দলের বিরুদ্ধে খেলোয়াড়দের পারিশ্রমিক না দেয়ার অভিযোগ তীব্র ছিল, টুর্নামেন্টের ১০টি খেলা শেষের পরেও প্রতিশ্রুত পারিশ্রমিক না দেয়ায় দলটির বিদেশি খেলোয়াড়রা মাঠে নামতে অস্বীকৃতি জানিয়েছিল। ফলে টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবার কোনো বিদেশি ছাড়াই মাঠে নামতে হয়েছিল রাজশাহীকে। ফলে ফ্র্যাঞ্চাইজি মালিককে আইনের আওতায় আনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।