সবশেষ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) খেলার সময় মাঠেই হার্টস্ট্রোক করেছিলেন তামিম ইকবাল। এরপর থেকেই সব ধরনের ক্রিকেট থেকে দূরে আছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনে প্রার্থী হয়েছিলেন, যদিও পরবর্তীতে তিনি নিজের মনোনয়ন প্রত্যাহার করেন।
নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ এনে এরপর দেশের অনেক ক্লাবকে সঙ্গে নিয়ে ঘরোয়া ক্রিকেট বর্জনের ঘোষণা দেন তামিম। যা ঘিরে শুরু হয় নানা আলোচনা। অনেকে মনে করেছিলেন, তার এই সিদ্ধান্ত আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) প্রভাব ফেলবে। তবে ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান জানিয়েছেন, বরিশাল বিপিএলে খেললে দলে থাকবেন তামিমও।
সম্প্রতি ‘ক্রিকবাজ’ কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি মনে করি না এমন কোনো বিষয় আছে যে তামিম বিপিএলে খেলবে না। আমার মনে হয়, সে যেটা (ক্রিকেট বর্জন) বলেছিল, সেটা সামগ্রিকভাবে খেলার ব্যাপারে ছিল। যদি বিপিএল হয়, আমি তাকে খেলার জন্য অনুরোধ করব। আর আমার বিশ্বাস, বরিশাল খেললে তামিমও খেলবে।’
তামিমের নেতৃত্বেই বিপিএলের সবশেষ দুই আসরেই শিরোপা জিতেছিল ফরচুন বরিশাল। ফলে দলটির সমর্থকদের প্রত্যাশা, তামিমকে আবারও বরিশালের জার্সিতে দেখা যাবে আসন্ন মৌসুমে। তবে হার্টঅ্যাটাকের পর ক্রিকেটে মাঠে দেখা যায়নি তামিমকে। আর বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে আগের চুক্তি শেষ হয়ে যাওয়ায় ফরচুন বরিশালের খেলা নিয়েও আছে শঙ্কা।
এখন দেখার বিষয়, ফরচুন বরিশাল ও তামিম ইকবাল আবারও একসাথে মাঠ মাতাতে পারে কি না।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।

